বেল কুঁড়ি স্বপ্ন
প্রতিদিন ঘুম ঘোরে স্বপ্ন দেখি
একটি একটি করে বেল কুঁড়ি ফুটছে,
সাথে মেঘ বৃষ্টির রিমঝিম শব্দ …
অন্ধকার রাতে প্রবল বৃষ্টি ধেয়ে নামছে
বেল কুঁড়ির উষ্ণ সাদা নরম তুলতুলে ঠোঁটে …
রাতের বুকে রাত নেমেছে গভীর নিঃসঙ্গতা ঢেলে,
এমন রহস্যময় নিবিড় রাত্রি আমায় ভীষণ টানে
বৃষ্টি এখন মন ছুঁয়েছে স্বপ্ন ছুঁই ছুঁই করে —–
মধ্যরাতের একাকীত্ব রাখব কোথায় লুকিয়ে :
ব্যালকনির টবে বেলি ফুল গাছে টুপটাপ শিশির ঝরছে —
ধোঁয়া ধোঁয়া কুয়াশায় মেঘেরা ডানা মেলেছে আকাশে —
ও চাঁদ, কোন অরণ্যে তোমার বাড়ি …
আয় বৃষ্টি :
আয় মেঘ,
মেঘের খামে উড়িয়ে দেব স্বপ্ন আবেগ —
নৈঃশব্দতার নীরব আঁচল খসে
ঘুম ঘোরে রাত্রি নামে !
প্রকৃতির হলুদ মায়ায় জ্যোৎসনার স্বপ্ন বনে
বেল কুঁড়ি ফুটছে —
সবুজ বৃক্ষ ছায়ায় পাতার আড়ালে,
আমার দুঃখবতী উঠোনে অস্তরঙের নিঃশব্দ দহনে এই মাত্র
একটি বেল কুঁড়ি স্বপ্ন কুসুম ফুটেছে ……..
21.04.2019
এমন রহস্যময় নিবিড় রাত্রি আমাদেরও ভীষণ টানে। ভালো লিখেছেন কবি।
এমন রহস্যময় নিবিড় রাত্রি আমাদের ও ভীষণ টানে। ও, তাই ? তবে তো, এই রহস্যময় নিবিড় রাত্রিটাকেই ধন্যবাদ দেয়া উচিত কি বলেন কবি সুমন আহমেদ ? শুভেচ্ছা নিন,…….
ও, আপনাকেও ধন্যবাদ কবি।
"প্রতিদিন ঘুম ঘোরে স্বপ্ন দেখি
একটি একটি করে বেল কুঁড়ি ফুটছে,
সাথে মেঘ বৃষ্টির রিমঝিম শব্দ … "
অভিনন্দন কবি হাসনাহেনা রানু। শুভ সন্ধ্যা।
অপার অভিনন্দন আপনাকে ও ভাইয়া । সুন্দর মন্তব্য
প্রকাশে খুশি হলাম প্রিয় কবি আজাদ ভাইয়া। শুভেচ্ছা নিন।
অভিনন্দন কবি বোন হাসনাহেনা রানু।
অপার অভিনন্দন আপনাকে ও কবি সৌমিত্র দাদা।
বেশ লিখেছেন প্রিয় কবি রানু দি।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি রিয়া দি''ভাই।গোলাপ শুভেচ্ছা আপনার জন্য।
শুভেচ্ছা রানু আপা।
আপনার জন্য ও এক জোড়া গোলাপ শুভেচ্ছা প্রিয় কবি শাকিলা আপা।
