নিয়ম ভাঙার খেলায়

নিয়ম ভাঙার খেলায়

শ্রমিক ও তার শ্রমের ব্যাপারে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মানব … রাসূল (সা) বলেছেন, “তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও !”
এ কথা আমার বাবাও বলতেন, এবং পালন করতেন:
আজ আর বাবা বেঁচে নেই
কিন্তু কথাটা আজও মনে আছে।

আমি মেহনতি মানুষ,কেটে খাওয়া একদল অমানুষের ভীড়ের একজন
আমি শ্রমিক,
আমার কী কোন মূল্য আছে ?এই রাষ্ট্র, এই সমাজে …
এই বাংলার মাটিতে আমি সোনার ফসল ফলায়
আমি কৃষক ;
আকাশ ছোঁয়া সুবিশাল অট্টালিকা
এই আমার দু’হাতেই নির্মিত হয়েছে
আমি নির্মাণ শ্রমিক,
রোদ -আগুন তাপ,জল ঝড়- বৃষ্টি, জরা খরায়
দিনের পর দিন সীমাহীন অক্লান্ত পরিশ্রম করেই
আমি বা আমরা এই সব অট্টালিকা নির্মাণ করেছি !
অনন্ত বেদনার নীল দরিয়ায় আমরা কেবলই
হাবুডুবু খাচ্ছি —
চির বঞ্চিতের হাহাকার গঞ্জনায় ;
নিজেকে ভুলে গেছি কে আমি ?
একটু ভাল থাকার ——–ন‍্যুনতম অধিকার টুকুও আমাদের নেই,
একমুঠো চাওয়া- পাওয়ার হিসেবের খাতা বরাবরই শূন্য থেকে যায় —–
দ্বার্ধহীন কণ্ঠ চিৎকার করে করে এক সময় নীরব হয়ে যায়
ব‍্যর্থ চাওয়া শুধু চকিতে আঁধারে মিলায়!

দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে নাম মাত্র বেতনে
দিন – রাত পরিশ্রম করে পোশাক শিল্পে আমরা যে অবদান রাখছি,
আনছি বৈদেশিক মুদ্রা..
অথচ আমরা ন‍্যুনতম অধিকার টুকুও পাই না।
রানা প্লাজায়, মিল কল কারখানায় আগুনে পুড়ে মরছি আগে আমরা ।
এসব দেখার, শোনার কেউ নেই
এ যেন মালিক শ্রমিকের মধ্যে এক নীরব প্রহসন!
চিরকাল একই নিয়ম চলে আসছে….
আমাদের আবার দুঃখ কি ? দুঃস্বপ্ন দুখীর বনে ;
নিয়ম ভাঙার খেলায়,নিয়ম ভাঙ্গছে যুগ যুগ ধরে
আমাদের জীবন গাঁথা আছে ব‍্যর্থতার জালে।

ওরে পাগল মন ! ভেবে দেখ
এই যে ধরার চরায়
কত মহাজন ভেড়াই তরী ,
রঙ তামাশার রঙিন মেলায় :
আমরা কুলি, মজুর, কৃষক, শ্রমিক খেটে খাওয়া মানুষ
মাঠ – ঘাটে, আগুন রৌদ্র তাপে পুড়ে পুড়ে
চৈত্রের খরায় গনগনে আগুন রৌদ্র নাচে পিঠে ..
তবু পাইনা আমরা ন‍্যার্য মূল্য ফসলের।
ফসল মজুদ করে রাখে মহাজন, আমরা মানুষ ছিলাম কবে ?
এই কী আমাদের নিয়তি ?
হায় ! ইচ্ছে করে ——
লাথি মেরে ভাঙরে প্রাচীর মায়ায় গড়া মিথ‍্যের আধি’র
মত্ত জুয়া খেলায়;
আমারও আছে ঘর– সংসার, ছেলে- পুলে, সাধ আহ্লাদ ইচ্ছে
ক‍্যামনে বাঁচি আমি ওদের নিয়ে —-
আমরা যে ভাই থাকি মহাজনের ভয়ে ….
ওরা মালিক পক্ষ
আমরা শ্রমিক;
আর কত কাল চলবে এমন নীতি !
যুগে যুগে আমাদের শোষণ করেছে ওরা
আমরা যে হায় ! অধিকার হারা,
কে আমাদের ধরবে জড়ায়, বুকের ভিটায় —-
শীতল ছায়ায় পড়ব লুটায় ..
সে যে আমার দেশের মাটি—- আমাদেরই সবুজ বাংলার এই মাটিই চির খাঁটি!
এ মাটি তার বুক থেকে আমাদের দেই না ফেলে,

মহান মে দিবসের এই একটা দিনে
মেহনতি মানুষেরা গর্জে ওঠো বারবার ;
আজ যে আমাদের অধিকার আদায়ের দিন।

হে মহাজন ,তোকেই বলি শোন
এই পৃথিবী শুধুই তোদের ——-
আমরা কিছু না ?
কেহ নেইরে আমাদের আপন জন …
নিয়ম গড়া অনেক সহজ
এই ধরার চরায়
ভাঙার পরে গড়ার আদেশ, সে খেলাতেই তোরা জিতিস —
দিন মজুরের প্রাপ‍্যটুকুও ছিন্ন করিস ?
ছিঃ মহাজন ছিঃ !
একদিন আমরা সকল মজুর এক হয়ে ঠিক ঠিক গর্জে উঠবো —–
তোদের এই নিয়ম ভাঙার খেলায়
সেদিন কী পারবি তোরা নিজেদের বাঁচাতে ?
আর একটা যুদ্ধ হবে
নিয়ম ভাঙার খেলায় !

01.05.2019

8 thoughts on “নিয়ম ভাঙার খেলায়

  1. 'একটু ভাল থাকার –ন‍্যুনতম অধিকার টুকুও আমাদের নেই,
    একমুঠো চাওয়া- পাওয়ার হিসেবের খাতা বরাবরই শূন্য থেকে যায়।'

    এই থাকাটি আজকের নয়, বহু বহুকালের পরিচিত কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ঠিক তাই ।আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি আজাদ ভাইয়া।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শ্রমিক ও তার শ্রমের ব্যাপারে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মানব … রাসূল (সা) বলেছেন, “তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও !”

    পরম এই সত্য আমাদের বিবেকের চাবি হোক কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. তাই হোক। আন্তরিক ধন্যবাদ আপনাকে কবি সৌমিত্র দাদা।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আর একটা যুদ্ধ হবে নিয়ম ভাঙার খেলায় ! নিশ্চয়ই হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সেটাই তো হওয়া উচিত কবি সুমন আহমেদ। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভাল লিখেছেন প্রিয় কবি রানু দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. মন্তব্য পাঠে ভাল লাগল প্রিয় কবি রিয়া দি''ভাই।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।