তোমাকে দিলাম সখের এক নীল সমুদ্র
জলের ভিড়ে সীমাহীন অথৈ জলে
ঢেউ আছে যত গুনো,
খোলা দৃষ্টির পাশে
অসম্ভব মৌনতায় হঠাৎ একটা তরঙ্গ উঠলো ভেসে,
ও ঝিনুক চোখের দু’ ফোঁটা অশ্রু
মুক্তোর মতো টলমল করছে!
আমার ঝিনুক মনের স্বপ্ন ছুঁয়ে
ইচ্ছে সমুদ্র সাঁতার কাটছে।
সমুদ্র বক্ষে উত্তাল গর্জনটুকু আমার
শূন্য দৃষ্টিতে ঝুলে থাকা
আকাশের কোলে দু’ একটি অনুজ্জ্বল নক্ষত্র
নীল আকাশ দুঃখ,
এক মুঠো শাদা ঘাস ফুল
আর কাগজের নৌকো!
তোমার সমস্ত গোলাপ প্রিয় যত!
জসিমউদ্দিনের নকশি কাঁথা
রঙিন স্বপ্ন,
আলতা রাঙা বিকেল
সুদূরের নক্ষত্র;
আশ্বিনের খোলা আকাশে ভেজা চাঁদটা ও তোমার,
আমি শুধু মেঘ অরণ্যের বুনো ফুলের গন্ধে —
পেন্সিলে আঁকা দুঃস্বপ্ন হয়ে:
দুঃখময় দিনগুলোর সাথে
বুনো প্রজাপতির ডানায় উড়ে উড়ে মিশে যাব…
সুদূরের উত্তরের বাতাসে।
20.07.2020
দুর্দান্ত উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
বেশ রোমান্টিক————-