মেঘ সুন্দর, বৃষ্টি সুন্দর
শ্রাবণ আকাশের মেঘলা বিকেলগুলো আরও অনেক সুন্দর,
এই আমির আমাকে ছুঁয়ে দেই বারবার
ছুঁয়ে দেই মন
ছুঁয়ে দেই স্বপ্ন:
দুঃখ কে সাথে নিয়ে আমি
বৃষ্টি ভেজা বিকেলের স্রোতে ডুব সাঁতারে মেতে উঠেছি কত
দুই এক টুকরো মেঘ থাকে আমার চোখের ভাঁজে
দুঃখ আমার বুকে কাঁটা হয়ে বিঁধে আছে;
আমি দুঃখ পেতে ভালবাসি
আমি বৃষ্টি স্নানে ভেসে ভেসে দু’ফোঁটা দুঃখ বিলাসী হয়ে উঠেছি!
এক পৃথিবী বৃষ্টি বিলাস করব আমি
শ্রাবণ মেঘের জলে ভিজে
সমুদ্র’র জলে চাঁদের আলোয় ভিজে আমার
দিন কেটে যায়
রাত কেটে যায়
কত বিকেল,
নির্জন সন্ধ্যা
গভীর রাত
আমার এক সমুদ্র শূন্যতা কে ছুঁয়ে ছুঁয়ে যায়;
কত রাতে নির্জনতার বুকে মাথা রেখে কেঁদেছি
একদিন সবটুকু দুঃখ নিয়ে
সমুদ্র জলে ভেসে ভেসে কাঁদব ভীষণ!
সেদিন আর ফিরব না সমুদ্রের নোনা জলের দুঃখ মেখে
এক সমুদ্র দুঃখ বিলাস করব আমি
সমুদ্রই হবে শেষ ঠিকানা!
10 thoughts on “বৃষ্টি বিলাস”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেদিন আর ফিরব না সমুদ্রের নোনা জলের দুঃখ মেখে
এক সমুদ্র দুঃখ বিলাস করব আমি
সমুদ্রই হবে শেষ ঠিকানা!
মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি। শুভ কামনা নিরন্তর।
এক কথায় অসাধারণ একটা কবিতা। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া দিদি।
মন্তব্য প্রকাশে কৃতার্থ হলাম কবি নিতাই দাদা। শুভ কামনা।
চমৎকার ভাবনায় লেখা ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সহ শুভ কামনা রইল কবি। শুভেচ্ছা রইল।
আমি দুঃখ পেতে ভালবাসি
আমি বৃষ্টি স্নানে ভেসে ভেসে দু’ফোঁটা দুঃখ বিলাসী হয়ে উঠেছি!
রিয়া দিদি ভাই, ধন্যবাদ সহ শুভ কামনা সতত।
আমার এক সমুদ্র শূন্যতা কে ছুঁয়ে ছুঁয়ে যায়;
কত রাতে নির্জনতার বুকে মাথা রেখে কেঁদেছি
একদিন সবটুকু দুঃখ নিয়ে
সমুদ্র জলে ভেসে ভেসে কাঁদব ভীষণ!৷
হৃদয় ছুঁয়ে গেল।
সুন্দর মন্তব্য প্রকাশে কৃতার্থ হলাম কবি। শুভ কামনা সতত।