অনামিকা

মনে কর তুমি জনপ্রিয় কোন কবি
আমি তোমার কবিতা,
বুকের গাঢ় ভাঁজে লেখ আমার নাম অনামিকা ;
দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগর –
পশ্চিমে দিগন্ত জোড়া সবুজ পাহাড়
উত্তরে টিপটিপ বৃষ্টি পাহাড়ি ঝর্ণায় ঝরছে –
আমি মেঘ পাহাড়ি ঝর্ণায় ঝিরিঝিরি শুভ্র তুষারপাতে বৃষ্টি বিলাসী হব :
তোমার সমুদ্র ভীষণ প্রিয়!
আজ বরং বৃষ্টি হোক
তুমি বৃষ্টি ভেজা সকাল তুলে নিও কবিতায় ;

মনে কর তুমি সীমাহীন আকাশ
আমি দহনের নীল কষ্ট,
নীল থেকে ঘন কালো মেঘ ভাল
মেঘের ঠোঁট গলে বৃষ্টি আমায় ভেজাবে।
আষাঢ়ের প্রথম বৃষ্টিতে প্রেমের বকুল ফুটেছে —
আসছে শ্রাবণের শুভ্র ডানায় থোকা থোকা কামিনী ভালবাসা ফুটবে।

8 thoughts on “অনামিকা

  1. আষাঢ়ের প্রথম বৃষ্টিতে প্রেমের বকুল ফুটেছে —
    আসছে শ্রাবণের শুভ্র ডানায় থোকা থোকা কামিনী ভালবাসা ফুটবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতায় যদি কোনো গল্প না থাকে তবে সেই কবিতা পড়ে কোন মাযহাব থাকে। কবিতার কিছু আভিজাত্য থাকে যা শব্দ সংকলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। অনেক সময় বহুল ব্যবহৃত শব্দগুলো কবিতার ও সহজবোধ্য ভাবনাগুলোকে সস্তা রূপ দেয়। আমি বরাবরই চেষ্টা করি কবিতায় নতুন কিছু সংযোজন করার। সেটা শব্দ কৌশলে হোক বা নতুন কোন ভিন্নমাত্রার চিন্তা চেতনা থেকে হোক। এই চেষ্টাটা আমি জারি রাখি অব্যাহত রাখে কারণ কবিতায় নতুনত্ব না থাকলে সেই কবিতাটি একঘেয়েমি হয়ে যায় সহজলভ্য হয়ে যায়। কবিতার গল্পটা সবচাইতে বড় ব্যবহার কবিতার গল্প যদি তার শব্দ ভান্ডার থেকে মামকে ধরে রাখে। আমি মনে করি সেই কবিতাটি অবশ্যই একটি আলোচিত কবিতার রাস্তায় আপন-মনে পথ ধরে দিকে এগিয়ে যাবে। একটি গল্প একটি উপন্যাস পড়ে যে ভাবনাগুলো তৈরি হবে একটি কবিতা পড়ে তার চেয়ে বেশি। সেই জন্যই আমি কবিতাকে ভিন্নমাত্রায় গুরুত্ব দিই। আপনার কবিতাটি ভালো লেগেছে আমার শুভকামনা আপনাকে।

  3. ভাল কবিতা নিঃসন্দেহে। কিন্তু কবি দি নিজের পোস্টেওতো আপনাকে পাচ্ছি না :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।