নীল চোখের পাতায় সবুজ পাতার কাজল
একজোড়া কাঁকন পরা নিটোল হাত,
আলতা রাঙা নূপুর পরা দু’টি পা
চুলের খোঁপায় গোলাপ কৃষ্ণচূড়ার এলোমেলো থোকা,
শাদা হাতের অনামিকায় নীল স্টোনের আংটি ।
সে এক রাত্রির মত মেয়ে
মেয়েটি গভীর রাতে সমুদ্র থেকে ওঠে এসেছে :
ওকে সমুদ্র মেয়ে বলা যায়
ও সমুদ্র মেয়ে;
মাথার উপরে একটা আকাশ ছায়া ফেলেছে!
ঢিলেঢালা আকাশ নীল পোশাকে মেয়েটি অসম্ভব সুন্দরী,
ওর জন্য আশেপাশে কোন উজ্জ্বলতা নেই
ওকে ঘিরে সব সৌন্দর্য;
বড় বেশি বিষন্ন প্রকৃতি
ধূসর ছাই রং রোদ,
নীল রং আকাশে ঝিরিঝিরি বৃষ্টি ছিল ।
মেয়েটি অন্য রকম লাবণ্যময় লাস্যময়ী ;
কবিতা ভীষণ ভালবাসে
অথচ মেয়েটি নিজেই একটি কবিতা —
একটিও অতিরিক্ত শব্দ নেই এখানে
মেয়েটি গভীর রাত্রি হবে?
নাকি সমুদ্র’ই রাত্রি মেয়ে ?
এমন কবিতার মেয়েটি বিনম্র —
শান্ত আর অন্ধকারের চেয়ে ও নিভৃত
জলমগ্ন কবিতার মেয়েটা জনপ্রিয় কবির মত।
কবিতায় স্মৃতির রোমন্থন। অসাধারণ চয়ন।
সুন্দর মনোমুগ্ধকর একটা কবিতা। শুভকামনা থাকলো।
বেশ ভাবনাময় কবি আপু