দীর্ঘ ঘুমের অপেক্ষা রয়েছে আমার, হয়তো শত কোটি শতাব্দী’র
স্বপ্ন ঘুম কাছাকাছি এখন,
অশান্ত সমুদ্রে ঢেউ ভাঙছে শ্রোতের শ্যাওলা
দু’চোখ বিষাদময়!
পৃথিবীর শান্ত নীড়ে ঘুমিয়ে আছে
থমথমে শাদা মেঘ, নীল আকাশ;
দুপুর কিম্বা সন্ধ্যার মৌন স্তব্ধতার ধূসর গোধূলি রং ছুঁয়েছে এলোমেলো চুল,
ভেজা চুলে শ্রাবণ মেঘের বৃষ্টির গন্ধ
উগ্রতা আর প্রসাধনের কথা বলে।
তবে কি জীবনের মানে এখানে অন্য রকম ?
স্বপ্ন দেখতে নাকি কবির মন লাগে।
সুচিন্তিত গোপন অতীতের শত ঘুম ভেঙে
প্রায়শই পৃথিবী ডুবে যায় নিঃসঙ্গতার চুড়ান্ত সীমায়।
3 thoughts on “স্রোতের শ্যাওলা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এভাবেই চলে জানি স্রোতের শ্যাওলা চমৎকার কবি আপু
নিপুণ লেখনশৈলী ,মুগ্ধতা অন্তহীন।
স্বপ্ন দেখতে নাকি কবির মন লাগে।
সুচিন্তিত গোপন অতীতের শত ঘুম ভেঙে
প্রায়শই পৃথিবী ডুবে যায় নিঃসঙ্গতার চুড়ান্ত সীমায়।