সুখে-দুঃখে মায়া ভাগে
ছিল বগা নির্বিবাদের নীড়ে
অমূল্য নিধি লাভের সাধে
ধরা পড়ে শিকারির ফাঁদে
উড়ো ঝড়ে ভেঙে যায় বাসা
নোঙ্গর ছিঁড়ে তরণীর ভাসা
সাথী হারা বগীর শূন্যগৃহ
হারিয়ে গেছে বাঁচার মোহ
অভিশপ্ত এই বেঁচে থাকা
হয় না কেন ধরিত্রী দ্বিধা
এক পাপের সাজা দুজন
ব্যথার অনলে পুড়ে সুজন
চতুর বগার হলো মরণ
কেউ দেখেনি বগীর কাঁদন।
6 thoughts on “অভীক বগা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুগ্ধতা ছড়ালেন কবিতায় । ভালোবাসা জানবেন কবি
সুন্দর মন্তব্য করার জন্য অজস্র ধন্যবাদ কবি প্রিয়।
চমৎকার উপস্থাপন
আন্তরিক ধন্যবাদ
ভালো লিখেছেন কবি। নিরন্তর শুভেচ্ছা রাখি আপনার জন্য।
প্রিয় মুরুব্বি আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।