অভীক বগা

সুখে-দুঃখে মায়া ভাগে
ছিল বগা নির্বিবাদের নীড়ে
অমূল্য নিধি লাভের সাধে
ধরা পড়ে শিকারির ফাঁদে
উড়ো ঝড়ে ভেঙে যায় বাসা
নোঙ্গর ছিঁড়ে তরণীর ভাসা
সাথী হারা বগীর শূন্যগৃহ
হারিয়ে গেছে বাঁচার মোহ
অভিশপ্ত এই বেঁচে থাকা
হয় না কেন ধরিত্রী দ্বিধা
এক পাপের সাজা দুজন
ব্যথার অনলে পুড়ে সুজন
চতুর বগার হলো মরণ
কেউ দেখেনি বগীর কাঁদন।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “অভীক বগা

  1. মুগ্ধতা ছড়ালেন কবিতায় । ভালোবাসা জানবেন কবি      

    1. সুন্দর মন্তব্য করার জন্য অজস্র ধন্যবাদ কবি প্রিয়।         

  2. ভালো লিখেছেন কবি। নিরন্তর শুভেচ্ছা রাখি আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রিয় মুরুব্বি আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।        

মন্তব্য প্রধান বন্ধ আছে।