চিঠি নয় কবিতা

বহুদিন পরে লিখেছ চিঠিতে অভিমানে
আমি যেন না লিখি চিঠি তোমাকে
তাই লিখে যাই সব কথা কবিতা,গানে
যে বাঁশরির সুর বেজেছে মোর প্রাণে।
আমার নয়নে তোমার স্বপন
তোমার বাসনা জুড়ে অন্য স্বজন
তোমার চাহনিতে হৃদয়ে কাঁপন
হলে নাহি এ জীবনে আপন।
তাই লিখি আজ বিরহের কবিতা
লাগবে না জানি তোমার ভালো তা
ফুল ফুটে ঝরে যায় ধুলায়-নহে অভিশাপ
কারোর কবরীতে ঝরা কি তার পাপ?
কন্টক ভুলে নিয়ে যাও কমল
তোমায় অঞ্জলি দিয়েই সুখী শতদল
পথের মানুষ আমি পথে পথেই বাস
পোড়াবে না তোমায় আমার দীর্ঘ শ্বাস
চলে যাব যে দিন দূর নক্ষত্রের দেশে
দুফোঁটা অশ্রু দর্পন দিও অবশেষে।
খুশিতে সেদিন উল্কাফুল হয়ে
ঝরে পড়ব তোমার ময়ুর পেখম কেশে
চাইনা তোমায় পেয়েছিগো পেয়েছি হেথা
রক্তনদী বুকে ঝর্ণার মত বয়ে চলে যেথা।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

8 thoughts on “চিঠি নয় কবিতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।