তোমাকে ভালোবাসি বলে
ফিরিয়ে দিয়েছিলাম তারে
জানিনা আজ কোন ভুলে
তুমি ফিরিয়ে দিলে মোরে।
এখন আমি মুক্ত বিহগ শূন্য গগনে
উড়তে পারি দিকবিদিক দিগন্তে।
ঘরছাড়া পাখির মতো নেই পিছু টান
আজ হলো ভালোবাসার অবসান।
4 thoughts on “ফিরিয়ে দিলে প্রিয়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর এবং পরিচ্ছন্ন মানের লিখা। ভালো লিখেছেন কবি।
অনেকদিন পর আপনার লিখা পড়লাম। শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ।
অজস্র ধন্যবাদ প্রিয় মুরুব্বি।
সুন্দর অনুভূতির প্রকাশ
ধন্যবাদ নিরন্তর প্রিয়