প্রিয়া তুমি এলে

im

যে মরুতে ছিল শুধু বালি পাথর
শুকনো নদী ছিল নিরব নিথর
যেথায় শুধু বইতো বালির ঝড়
তুমি নিয়ে এলে বৃষ্টির পসর।

তুমি এলে সাজে স্বপ্নের দোসর
ঘাস ফুল গাছ পাখিদের বাসর
তুমি এলে চাঁদের জোৎস্না হাসে
নক্ষত্র জ্বলে মিটিমিটি আকাশে।

বসন্ত ছড়িয়ে যায় চারিদিকে
সুরের মূর্ছনায় কোকিল ডাকে
মুখরিত জঙ্গলবাড়ি কলেজ ক্যাম্পাস
সজিব হয় ঈষা খা’র নিরব আবাস।
প্রিয়া তুমি এলে অমৃত স্বাদে ধানসিঁড়ি
তোমায় নিয়ে বাকি জীবন দেবো পাড়ি।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “প্রিয়া তুমি এলে

  1. প্রিয়া তুমি এলে অমৃত স্বাদে ধানসিঁড়ি
    তোমায় নিয়ে বাকি জীবন দেবো পাড়ি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ ছন্দময় অনেক শুভ কামনা জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।