উড়ন্ত চিঠিতে শেষ জিজ্ঞাসা

প্রিয় মায়া
ঘ্রাণহীন কাগজের ফুলের মত নিশ্চয়ই ভালো আছো। তবে তুমি যেন সতেজ হও আর্শীবাদ রইলো। তোমার সাথে দেখা কিংবা কথা বলার আর কোনো সুযোগ হবে না তাই আমার মনের কিছু কথা রেখে গেলাম, যদি কখনো তোমার চোখে পড়ে সেই আশায়।

কতোটা অমানুষ হলে সব মানুষই দূরে সরে যায়?
কতোটা নিষ্ঠুর হলে ঝড়-তুফান বা মহামারীতে কেমন আছি কেউ খোঁজ রাখে না?
কতোটা দোষী হলে গর্ভধারিনী মুখ ফিরিয়ে নেয়?

কত? কত?

এতোটাই পাপ করেছি যে আজ আমি নিঃস্ব। আমি হিসেব মিলিয়েছি কতোটা আমি মূল্যহীন!
আমি স্বর্বস্ব হারিয়েছি, উঠে দাঁড়াবার মত শক্তি নেই।
এই পঙ্গুত্ব জীবন নিয়ে পৃথিবীর রঙ-তামাশা দেখার চেয়ে পৃথিবীকে বিদায় জানাবো বলে আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি।

তুমি আমার আক্রোশ দেখেছো কিন্তু আক্রোশের কেন সৃষ্টি বুঝারো চেষ্ঠা করোনি। আমি চলে যাওয়ার পর হিসেব কষে নিও।

তবে সত্যি আমি তোমাকে ভালবাসি, যথেষ্ঠ ভালবাসি। কিন্তু ভালবাসার মানুষকে যে মুখে অপমান আর আঘাত করেছি সে ভালবাসার কোনো মূল্য নেই। নিজের পালিত কুকুরটি যখন উন্মাদ হয় তখন তাকে মেরে ফেলতে হয়। আর তুমিও সঠিক সিদ্ধান্ত নিয়েছো।

যাবার বেলায় কয়েকটা বেশ উপাধি নিলাম-
মিথ্যুক, মিথ্যাবাদী, ক্রিমিনাল, প্রতারক, বোক…..!

আমি আমার দোষে নিজেকে দন্ডিত করলাম। আর তার শাস্তি ফাঁসির দড়িতে মৃত্যু নিশ্চিত করা।

ভালো থেকো প্রিয় মায়া, ভালো থেকো প্রিয়তমা। অমবস্যা যেন তোমায় না ছুঁয় সে প্রত্যাশায়…

ইতি
তোমার কোনো একসময়ের
অবলা অবুঝ বালক

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

4 thoughts on “উড়ন্ত চিঠিতে শেষ জিজ্ঞাসা

  1. অসাধারণ কথামালা এবং দারুণ ইলাস্ট্রেশন। অভিনন্দন কবি মি. ইকরামুৃল শামীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেদনা ভারাক্রান্ত হৃদয় ভালোবাসার সুখে ভরে যাক এই কামনা রইলো……….

মন্তব্য প্রধান বন্ধ আছে।