প্রিয় মায়া
ঘ্রাণহীন কাগজের ফুলের মত নিশ্চয়ই ভালো আছো। তবে তুমি যেন সতেজ হও আর্শীবাদ রইলো। তোমার সাথে দেখা কিংবা কথা বলার আর কোনো সুযোগ হবে না তাই আমার মনের কিছু কথা রেখে গেলাম, যদি কখনো তোমার চোখে পড়ে সেই আশায়।
কতোটা অমানুষ হলে সব মানুষই দূরে সরে যায়?
কতোটা নিষ্ঠুর হলে ঝড়-তুফান বা মহামারীতে কেমন আছি কেউ খোঁজ রাখে না?
কতোটা দোষী হলে গর্ভধারিনী মুখ ফিরিয়ে নেয়?
কত? কত?
এতোটাই পাপ করেছি যে আজ আমি নিঃস্ব। আমি হিসেব মিলিয়েছি কতোটা আমি মূল্যহীন!
আমি স্বর্বস্ব হারিয়েছি, উঠে দাঁড়াবার মত শক্তি নেই।
এই পঙ্গুত্ব জীবন নিয়ে পৃথিবীর রঙ-তামাশা দেখার চেয়ে পৃথিবীকে বিদায় জানাবো বলে আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি।
তুমি আমার আক্রোশ দেখেছো কিন্তু আক্রোশের কেন সৃষ্টি বুঝারো চেষ্ঠা করোনি। আমি চলে যাওয়ার পর হিসেব কষে নিও।
তবে সত্যি আমি তোমাকে ভালবাসি, যথেষ্ঠ ভালবাসি। কিন্তু ভালবাসার মানুষকে যে মুখে অপমান আর আঘাত করেছি সে ভালবাসার কোনো মূল্য নেই। নিজের পালিত কুকুরটি যখন উন্মাদ হয় তখন তাকে মেরে ফেলতে হয়। আর তুমিও সঠিক সিদ্ধান্ত নিয়েছো।
যাবার বেলায় কয়েকটা বেশ উপাধি নিলাম-
মিথ্যুক, মিথ্যাবাদী, ক্রিমিনাল, প্রতারক, বোক…..!
আমি আমার দোষে নিজেকে দন্ডিত করলাম। আর তার শাস্তি ফাঁসির দড়িতে মৃত্যু নিশ্চিত করা।
ভালো থেকো প্রিয় মায়া, ভালো থেকো প্রিয়তমা। অমবস্যা যেন তোমায় না ছুঁয় সে প্রত্যাশায়…
ইতি
তোমার কোনো একসময়ের
অবলা অবুঝ বালক
অসাধারণ কথামালা এবং দারুণ ইলাস্ট্রেশন। অভিনন্দন কবি মি. ইকরামুৃল শামীম।
কমনীয় ভাবনা
বেদনা ভারাক্রান্ত হৃদয় ভালোবাসার সুখে ভরে যাক এই কামনা রইলো……….
ভালো লাগলো , শুভকামনা।