আমার একটা তুমি চাই
যে তুমি হবে ঘোর অন্ধকারে একটু আলো
তুমিতে থাকবে কৃষ্ণচূড়ার রঙ
তুমি হবে মেঘের ভরসা
তোমাতে ডালিয়ার সুঘ্রাণ।
আমার একটা তুমি চাই
যে তুমি হবে বৈশাখী দমকা হাওয়ায় একটু আশ্রয়
তুমিতে থাকবে সকালের মিষ্টি রোদ
তুমি হবে নীল পদ্মের সমাহার
তোমাতে কথাদের বাগান।
আমার একটা তুমি চাই
যে তুমি হবে সাগরের উতলা গর্জন
তুমিতে থাকবে অসময়ের তৃষ্ণা
তুমি হবে খচিত স্বপ্নের মহাকাল
তোমাতে এই ফেরারী বিচরণ।
আমার একটা তুমি চাই
যে তুমি মেঠোপথে দস্যিপনায় ফড়িংয়ের পিছনে
তুমি শিউলী ঝরা মাঠে বসবে আনমনায়
তুমিতে হারিয়ে যাবার বাসনা
আমি-তুমি, তুমি আমি হবো একাকার।
আমার একটা তুমি চাই
যে তুমি হবে ঘোর অন্ধকারে একটু আলো
তুমিতে থাকবে কৃষ্ণচূড়ার রঙ
তুমি হবে মেঘের ভরসা
তোমাতে ডালিয়ার সুঘ্রাণ।
অনেক সুন্দর একটি কবিতা। মুগ্ধ হলাম কবি। আপনার জন্য শুভ কামনা।
বেশ রোমান্টিক কবি দা
সুন্দর একটা কবিতা। পাঠে মুগ্ধ হলাম কবি। শুভকামনা থাকলো।