স্বাধীনতা তুমি কি

poster

স্বাধীনতা তুমি কি
কখনো হবে এই অদমে বিলীন
নাকি উত্তপ্ত পিচঢালা পথ
হবে রক্তে রক্তাক্ত রঙ্গীন,

স্বাধীনতা তুমি কি
কখনো নুয়ে পড়া লজ্জাবতী কাঁটা
নাকি বালিকার আত্মচিৎকার বদ্ধঘর
হবে নীলিমার নীল নীলাঞ্জনার ভাটা,

স্বাধীনতা তুমি কি
কখনো রবে কৃষকের মুখে হাসি
নাকি উজানে পালিয়ে যাওয়া স্রোত
হবে কালো কালান্তর কালিয়া রাশি,

স্বাধীনতা তুমি কি
কখনো সইবে বেকারের অর্থ
নাকি এলিট মঞ্চের মুখো বানী
হবে লাল লালার লালায়িত ব্যর্থ,

স্বাধীনতা তুমি কি
কখনো বইবে নিরীহের নিপীড়ন
নাকি জনদরদী তারার ঝলকানি
রইবে ডুব ডুবরীর ডুবন্ত বিচরণ,

স্বাধীনতা তুমি কি
কখনো পাবে ত্রিশ লক্ষের স্বাদ
নাকি কালচে মেঘের আড়ালে ধূমকেতু
যাবে! না নিয়ে নেমন্তন অন্তিম বিষাদ,

স্বাধীনতা তুমি কি
কখনো আসিবে মিলন সুখের রজনী
নাকি বই পৃষ্ঠে অংকিত শুধু ইতিহাস
কবে হবে জীব জীবন্ত জীবিকায় সৃষ্টিতে ধরণী

স্বাধীনতা তুমি কি
কখনো ফুটবে সুভাসিত রজনীগন্ধা ফুল
নাকি তোমার-আমার হাতে ঐ দেশের মিষ্টি নেশা
হবে বিষ বিশেষণে বিষায়িত সমাজকুল!

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “স্বাধীনতা তুমি কি

  1. স্বাধীনতার স্বাদ প্রত্যাশা পূরণ হোক নিরহ লোকের

  2. স্বাধীনতা তুমি কি
    কখনো হবে এই অদমে বিলীন
    নাকি উত্তপ্ত পিচঢালা পথ
    হবে রক্তে রক্তাক্ত রঙ্গীন।

    দেশ ভালো থাক; দেশের মানুষ ভালো থাক, এই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।