একটি মহাকাব্য লিখবো বলে

একটি মহাকাব্য লিখবো বলে

বিমূর্ত এক ঘোর অন্ধকারে
হেঁটেছি আমি পঁয়ত্রিশ বছর ধরে
একটি হৃদয়ের আশ্রয় পাইনি বলে
যে হৃদয় এ হৃদয়ের কথা বলে

যে চোখ এ চোখে দৃষ্টি দিলে
বুঝে নেবে কি ব্যাথা এ অশ্রু জলে
এ জল কেন যে জ্বলে পুড়ে জ্বলে?
এ হৃদয় কেন যে অন্তর দহনে জ্বলে?

দেখেছিলাম তারে এক কবিতার আসরে
দিয়েছিল উকি অযুত প্রেম আধো-আলো আঁধারে
পেরিয়ে আসা তিন যুগ অন্ধকারে
অংশুক জাগে নিমগ্ন মধ্য রাত-দুপুরে

দেখেছিলাম সেই রাতে আমি তারে এ মন প্রাণ ভরে
চেয়েছিলাম আমি দু চোখে তাই তার বারে বারে
পঁয়ত্রিশ বছরেও আসেনি যে ভালোবাসা
তার সে চাহনিতে ছিল সেই মায়াবী আশা

তুলেছে সে এ হৃদয়ে এক অদ্ভুত ঝড়ো হাওয়া
যে ঝড়ে গেছে উড়ে সব অবহেলা আর না পাওয়া
পঁয়ত্রিশ বছরের প্রেমহীন ক্ষত জ্বালা যন্ত্রণা
গেছে উড়ে নিরবে নিভৃতের অশ্রু ব্যাথা বোবা-কান্না

জেনেছিল কি সে এ হৃদয়ের কথা?
বুঝেছিল কি সে চোখের ভাষা?

হয়তো তুলেছে ঝড় তার মনে অন্যজন আরেক জন
জানে কি সে তার তরে কাঁদে এ হৃদয় মন সারাক্ষণ?

চাই শুধু একটি বার মুখোমুখি বসবার সাথে তার
তিন যুগের কথা যে আছে জমে তার সাথে বলবার

বসবে কি সে একান্ত নিবিড়ে শুধু আমার পাশে!
নীল সমুদ্র যেখানে মিশে গেছে নীল আকাশে!

একটি বার শুধু মেশাবো আমার অশ্রু জল তার জলে
জলে জল মিলিয়ে জ্বলে পুড়ে জ্বলে জ্বলে
একটি অবিনশ্বর মহাকাব্য লিখবো বলে।।

7 thoughts on “একটি মহাকাব্য লিখবো বলে

  1. প্রচ্ছদটির সাথে আপনার কথা কাব্যের অসাধারণ মিল খুঁজে পেলাম ইলহাম ভাই। দারুণ মনে হলো। মহা নবমীর শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. না পাবার বেদনা থেকেই মহাকাব্য লেখা সম্ভব । 

    শুভকামনা রইলো । 

  3. খুউব সুন্দর হয়েছে ইলহাম দা। এমনিতেই আপনার লেখা আমার ভীষণ ভাল লাগে। :)

  4. মহা কাব্য লিখতে চান ভাল কথা, একটা কেন দশটা লেখেন কিন্তু এই সুন্দর মেয়েটারে এইভাবে একা দাড় করাইয়া রাখছেন কেন? একটা চেয়ার দিলে কি এমন ক্ষতি হইত?  

  5. "একটি বার শুধু মেশাবো আমার অশ্রু জল তার জলে
    জলে জল মিলিয়ে জ্বলে পুড়ে জ্বলে জ্বলে
    একটি অবিনশ্বর মহাকাব্য লিখবো বলে।।"–নিশ্চয়ই একদিন হবে !

  6. 'যে চোখ এ চোখে দৃষ্টি দিলে
    বুঝে নেবে কি ব্যাথা এ অশ্রু জলে
    এ জল কেন যে জ্বলে পুড়ে জ্বলে?
    এ হৃদয় কেন যে অন্তর দহনে জ্বলে?' ___ দারুণ কম্বিনেশন মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. একটি হৃদয়ের আশ্রয় পাইনি বলে
    যে হৃদয়হৃদয়ের কথা বলে 

     

    বুঝে নেবে কি ব্যাথা এ অশ্রু জলে
    জল কেন যে জ্বলে পুড়ে জ্বলে?
    এ হৃদয় কেন যে অন্তর দহনে জ্বলে?

     

    একটি বার শুধু মেশাবো আমার অশ্রু জল তার জলে
    জলে জল মিলিয়ে জ্বলে পুড়ে জ্বলে জ্বলে   

    ———-  দুর্দান্ত ইলহাম দা। শব্দে শব্দে খেলেছেন 

মন্তব্য প্রধান বন্ধ আছে।