জীবন থেকে নেয়া : সে কেমন মানুষ !!

দেড় কেজি গরুর গোস আর দুটো পেপার কিনে বাড়ি ফিরছিল। বাসার গেটে আসতেই এক লোক আল্লাহ! বলে ডেকে উঠলো। লোকটি রিক্সা থেকে তাকিয়ে দেখলো এক অন্ধ মানুষ হেঁটে যাচ্ছে। লোকটি রিক্সায় থাকা গোস এবং পেপার ভুলে গিয়ে রিক্সাওয়ালাকে দ্রুত বিদায় করে সেই অন্ধ লোকের পিছু নিলো। দ্রুত হেঁটে গিয়ে অন্ধ লোকের হাতে কিছু টাকা দিয়ে বাসায় গিয়ে মনে পড়লো গোসের কথা। সে মনে মনে হাসতে লাগলো আর বললো, “এতো ছোট পরীক্ষা নিলে আমি সেই পরীক্ষা দিতে রাজি আছি কিন্তু কোনও বড় পরীক্ষা নিওনা।”

স্ত্রী জিজ্ঞেস করলো, গোস কোথায়?
যা সত্য সে তাই বললো।
স্ত্রী বললো, “তোমার মতো মানুষ আবার কবি হবে? এতো আত্মভোলা মানুষ আমি দেখিনি।”

সে আবার হাসি দিয়ে বললো, “কাল ২ কেজি এনে দিবো। রিক্সাওয়ালারাতো গরুর গোস খুব একটা খেতে পায় না।”

স্ত্রী রেগে গিয়ে বললো, “আজ সাড়ে সাতশ টাকা নষ্ট করেছ, কাল আবার ২ কেজি কিনে এক হাজার নষ্ট হবে।”

লোকটি কোনও কথা না বলে জুম্মার নামাজের জন্য নিচে নামলো। গেট থেকে বের হতেই রিক্সাওয়ালাটি ডাক দিয়ে বললো, “এক পেসেঞ্জার নিয়ে গেসিলাম, আমি আপনার গোস দেখিনি কিন্তু পেসেঞ্জার বললো, এই গোসের থলি সরাও না হলে আমি তোমার রিকশায় উঠবো না, তারপর আমি রিকশার সিটের ভেতর ওটা রেখে পেসেঞ্জার কে নামিয়ে দিয়ে আপনার বাসার সামনে বসে আছি।”

লোকটি আবার মনে মনে হাসলো আর রিক্সাওয়ালাকে এবার একশ টাকা দিলো।

7 thoughts on “জীবন থেকে নেয়া : সে কেমন মানুষ !!

  1. এমন রিকশাওয়ালাও খুজে পেতে হবে আবার এমন প্যাস্নজারও খুজে পেতে হবে। অবশ্য ২/১ জন যে নেই এ কথা হলফ করে বলা যায়না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সৎ অভিজ্ঞতা। দূর্যোগের এই সময়টাতেও বিরল কিছু মানুষ আমাদের আশেপাশেই আছে। আমরা খুঁজি ঠিকই … কিন্তু পাই না। আপনি ভাগ্যবান। :)

  3. মান আর হুশ নিয়ে ঘটিত মানুষ এখনো আমাদের চারপাশে আছে। কেউ ধরা দেয়, কেউ আবার আড়ালে আবডালেই থেকে যায়। এঁদের জন্য খুব মায়া লাগে। একজন সত্যিকারের মানুষের সৎ চরিত্র এই ব্লগ শব্দনীড়ে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। 

  4. অসাধারণ ঘটনার দারুণ উপস্থাপনা। মুগ্ধ হয়ে পড়লাম।

  5. * এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে…

    ভালো মানুষদের জন্য শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।