ইন্দ্রিয় ছন্দ
কবিতা কি কখনো লেখা যায়?
যদিও বা লেখা হয়
তবে কি তা কবিতা হয়ে যায়?
কবিতা- সেতো আসলে হয়ে যায়
কবিতা – কবির মননে এসে যায়
প্রভাতে অথবা বিকেলে
মাঝরাতে বা সন্ধ্যায়
কিংবা অন্য ব্যস্ততায়
আসে সে যে পলে পলে
বাসে-ট্রেনে বা প্লেনে
স্বপনে মহাকাল ভ্রমণে
আসে যে সে কবির মননে
আসে কবিতার বীজ কবির অন্তরে
সেই বীজ থাকে মহাজ্ঞানীর ভাণ্ডারে
আসে সে নিরবে নিভৃতে সংগোপনে
পোঁতা হয় সেই বীজ কাগজের জমিনে
কখনো আমড়ার বীজ
কখনো বা কতবেল
আসে মটর- মশুরের বীজ
আম লিচু বা নারকেল
যদি মাঝরাতে লেবু আসে
মুহূর্তেই কবি উঠে বসে
যদি চালতা আসে ঝড়ের দিনে
সাথে সাথে পোঁতা হয় কগজ- জমিনে
অপেক্ষায় থাকেন যদি কবি
রোপণ করবেন একসাথে সবই
সব বীজ মিশে হয় অদ্ভুত বৃক্ষ
পায় না দেখতে সে কভু অন্তরীক্ষ
তাই যখনি যে বীজ আসে মননে
রোপণ করে দেন কাগজ-জমিনে
সার দিয়ে পানি দিয়ে রাখেন সযতন দৃষ্টি
তারপর শুরু হয় কাঠামোর সৃষ্টি
এরপর এনে দেন ছন্দের বৃষ্টি
এইখানে কবি ভেবে হন ভাবান্তর
যখনি এসে পড়ে স্বর- মাত্রা- অক্ষর
তখোনি লেগে যায় এক চক্রের টক্কর
ভেঙে যাক হে কবি এইসব বৃত্ত
হয়ে যাক তোমার ঐ ভয়হীন চিত্ত
ভেঙে যাক শৃঙ্খল এইসব বৃত্তের
ভেঙে যাক মাত্রা অক্ষর শব্দের
নাই বা থাকলো মিল অন্ত্যমিলের
লিখে যাও হে কবি মাধুরী মিশিয়ে আপন মনে
পাঠক যেন হোঁচট না খায় অন্তত কনোখানে
চিত্রকল্প উপমা আর বারতা রাখলে
ধর্ম-রাজনীতিতে থেকো রূপকের আড়ালে
উচ্চ শব্দে পাঠ হোক ইন্দ্রিয় ব্যবহারে
ওস্তাদ যে কর্ণ- রেখো তারে সজাগ করে
আবৃত্তি আয়ত্ব হোক প্রয়োজনে কবিতা লেখার আগে
ইন্দ্রিয় ছন্দ তবুও সেখানে যেন থাকে
কর্ণের ছন্দ তবুও সেখানে যেন থাকে
'কবিতা কি কখনো লেখা যায়?
যদিও বা লেখা হয়
তবে কি তা কবিতা হয়ে যায়?
কবিতা- সেতো আসলে হয়ে যায়
কবিতা – কবির মননে এসে যায়।'
___ অসাধারণ চেতনাবোধ প্রিয় মানুষ মি. ইলহাম।
অপার মুগ্ধতা প্রিয় ইলহাম দা।
লিখে যাও হে কবি মাধুরী মিশিয়ে আপন মনে
পাঠক যেন হোঁচট না খায় অন্তত কনোখানে
চিত্রকল্প উপমা আর বারতা রাখলে
ধর্ম-রাজনীতিতে থেকো রূপকের আড়ালে
উঁচু মার্গের লিখা।ভালেোবাসা ইলহাম ভাই।
বাহ দারুন, কবিতা লেখার দিশা,,,,,মুগ্ধতা রেখে গেলাম কবি



