নারী

নারী

নারী হয়ে নাড়ির বাঁধনে নাড়িয়ে দিলে
মানব জন্মের ইতিহাসকে
এই ভূবনে তিন জীবনে তাইতো এনে দিলে
মা- স্ত্রী আর মেয়েকে
নারী হয়ে নারী-রূপে কাঁপিয়ে দিলে
যৌবন-জীবন আর পৃথিবীকে।

5 thoughts on “নারী

  1. একদিন নয়; সব সময় থাক আমাদের পারস্পরিক শ্রদ্ধা। শুভেচ্ছা ইলহাম ভাই। 

  2. কবিতায় শুভেচ্ছা এবং অভিনন্দন মি. ইলহাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।