একটি প্রশ্ন উঠেছে

একটি প্রশ্ন উঠেছে

– আপনাকে না বলেছি অহেতুক যখন তখন আসবেন না!
– ভাইজান, আমি কিন্তু অহেতুক আসি না।
– কোনও জটিল বিষয় নাকি?
– জটিল মানে মহাজটিল!
– কী হয়েছে বলুনতো!
– ভাইজান, ওই যে বঙ্গপোসাগরের পাড়ের দেশটা।
– হ্যাঁ, সেটা নিয়েতো সেদিনও কথা বলে গেলেন।
– ভাইজান কিন্তু এখন যে কি একটা খেলা চলছে বুঝতে পারছি না।
– কী খেলা?
– ওই দেশের সাবেক রাষ্ট্র পরিচালকগণের প্রধান এখন জেলে আছেন।
– দূর্নীতি করলে সে যেই হোক শাস্তি পেতেই হবে।
– কিন্তু ভাইজান একটা ব্যাপার বুঝতে পারছি না।
– কী ব্যাপার?
– বর্তমান রাস্ট্র পরিচালকগণ ওই সাবেক পরিচালকগণের প্রধানকে জেল থেকে বের করার একটা বিশেষ সুযোগ দিচ্ছেন।
– সাজাপ্রাপ্ত আসামিকে এমনি এমনি কী করে বের করবে? তাই একটি বিশেষ সুযোগ দিচ্ছে।
– কিন্তু ওই সাবেক পরিচালকগণের প্রধান এর অনুসারীরা এই বিশেষ সুযোগটা নিচ্ছে না।
– রাজনীতি বুঝেন?
– জি কিচ্ছুটা বুঝি।
– কী বুঝেন?
– সাবেক ওই পরিচালকগণের অনুসারীরা উনাকে নিয়ে রাজনীতি করছেন।
– শুনুন, একজন বয়ষ্ক মানুষ এমনিতেই বৃদ্ধজনিত নানান কারণে অসুস্থ হতে পারে।
– জি তাতো ঠিকই।
– বর্তমান পরিচালকগণও এটা বুঝেন আর সাবেক পরিচালক প্রধানের অনুসারীরাও এটা বুঝেন।
– তাহলে বর্তমান পরিচালকগণতো এটা বুঝতে পেরে মানবিক দিক থেকে বিবেচনা করে উনাকে বের করার বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু উনার অনুসারীরা সেই সুযোগ নিচ্ছেন না কেন?
– এই সুযোগতো নিচ্ছেনই না বরং বলছেন বর্তমান পরিচালকগণ উনার সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছেন না।
– কেন এমন করছেন ওনারা?
– ওই যে রাজনীতিতে পলিটিক্স করছেন।
– কী পলিটিক্স?
– ওনাদের কাছে এখন ওনাদের ওই সাবেক পরিচালক প্রধানের প্রয়োজনীয়তা শেষ, উনাকে আর প্রয়োজন নেই।
– মানে?
– ওই সাবেক পরিচালক প্রধানই এখন উনার অনুসারীদের রাজনীতির ট্রাম কার্ড।
– কী করে?
– আরেকটু সময় গেলেই বুঝতে পারবেন।
– একটু ভেঙে বলুনতো!
– ওই সাবেক পরিচালক প্রধানের জেলের ভেতর মৃত্যুর জন্য উনার অনুসারীরা অপেক্ষায় আছেন।
– কী?
– ওই সাবেক পরিচালক প্রধান নিজের বাসভবনে থাকলেও বয়ষ্ক জনিত কারণে অসুস্থ হতে পারতেন এবং তখন প্রয়োজনে উনার অনুসারীরা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতেন।
– তাহলে এখন যে বর্তমান পরিচালকগণ উনার বৃদ্ধতার কারণে উনাকে জেল থেকে বের করার একটা বিশেষ সুযোগ দিয়েছেন, এখন বের করে ওই হাসপাতালে নিয়ে যাচ্ছেন না কেন?
– ওই যে! জেলের ভেতর মৃত্যু হলে বিশাল এক ইস্যু বানাবেন এবং বর্তমান পরিচালকগণদের বিরুদ্ধে আন্দোলন করার জনমত তৈরি করার প্ল্যান করেছেন।
– তাহলে ওই সাবেক পরিচালক প্রধানের জীবনের কোনও মুল্য কী উনার অনুসারীদের কাছে নেই?
– তাইতো মনে হচ্ছে।
– ও মাই গড! মানুষের জীবন নিয়ে রাজনীতি তাও আবার ওই অনুসারীদের প্রধানকে নিয়েই?
– বর্তমান পরিচালকগণ জেল থেকে একজন সাজাপ্রাপ্ত আসামিকে তো আর বেআইনি ভাবে খালাস দিতে পারেন না।
– না, বেআইনি ভাবে খালাস দিবেন কী করে?
– এজন্যইতো এই বিশেষ সুযোগটা দিয়েছেন।
– কিন্তু উনার অনুসারীরাতো এই সুযোগটা নিচ্ছেন না।
– তাহলে বলেন, উনার অনুসারীরা জেলখানায় উনার মৃত্যু কামনা ছাড়া আর কী কারণ থাকতে পারে এই বিশেষ সুযোগটা না নেয়ার?
– উনার মৃত্যু জেলের ভেতরে হলেতো জনগণ এই চাল বুঝবে না, তখন সাধারণ জনগণ ভুল বুঝে ক্ষেপে উঠতে পারে।
– আরে! এটাইতো উনার অনুসারীরা চাইছেন।
– তাহলেতো বর্তমান পরিচালকগণ যে বিপদে পড়ে যাবেন!
– শুনুন, বর্তমান পরিচালকগণ অতো কাঁচা নন।
– তাহলে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কী করবেন?
– বর্তমান পরিচালকগণ সে ব্যাপারে যথেষ্ট সজাগ আছেন এবং সঠিক চিকিৎসাই করছেন।
– ও
– কিছুদিন আগে যখন উনার অনুসারীরা চেচামেচি করছিলেন, ওনাদের নেত্রীর শরীর মারাত্মক অসুস্থ!
– হ্যাঁ তা দেখেছি।
– তারপর একটি বিশেষ হাসপাতালে কিছু দিন থাকার পর ওই সাবেক পরিচালক প্রধান নিজ মুখেই বলেছেন উনি সুস্থ আছেন।
– হ্যাঁ তাও শুনেছি।
– আর হায়াত মউত আল্লাহর হাতে, তারপরও জরুরী অবস্থা হলে বর্তমান পরিচালকগণই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবেন মানবিক দিক বিবেচনা করে।
– আপনি যে রাজনীতিতে পলিটিক্স বা নির্দয় পাষণ্ড মর্মান্তিক রাজনৈতিক খেলার কথা বলছেন সেটাতে আসলে কতটুকু সত্যতা আছে তা আমি জানি না কিন্তু উনার অনুসারীরা এই বিশেষ সুযোগ নিচ্ছেন না এবং কেন উনাকে জেলখানা থেকে উনাকে বের করছেন না,এটা কিন্তু জনমনে একটা বড় প্রশ্ন জেগেছে।
– প্রশ্নতো জাগবেই, জনগণকে যে বোকা মনে করবে সেই আসলে বোকার স্বর্গে বাস করে।

8 thoughts on “একটি প্রশ্ন উঠেছে

  1. প্রশ্নতো জাগবেই, জনগণকে যে বোকা মনে করবে; সে আসলে বোকার স্বর্গে বাস করে।' এই ওই বুঝিনা, উভয় পরিচালকের জন্যই এই সত্য প্রযোজ্য বটে। উট পাখি সাজলে ভবিষ্যত মঙ্গলময় হবে না। বিতর্কিতদের বেশী সহিষ্ণু হতে হবে। ইতিহাস অপেক্ষা করে।  

    1. ধন্যবাদ মি. আলমগীর কবির। মুক্তিকে মুক্তিপণ হিসেবে ব্যবহার অনুচিত।

  2. হ্যাসল্ এর চাইতে অসুস্থ্য পরিচালককে নির্বাহী ক্ষমতায় মুক্তি দেয়া খুব কঠিন কাজ নয়। 

  3. রাজনীতির খেলা বড়ই জটিল খেলা। শুভেচ্ছা কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. একটি প্রশ্ন উঠেছে নয় প্রশ্ন উঠানো হয়েছে। সরকার দায় নিতে চাচ্ছে না এই তো। বাংলাদেশের রাজনীতি কখনও শুদ্ধ পথে চলেছে মনে হয় না। ততক্ষণ জটিল শব্দ ভালো; যতক্ষণ না কুটিল শব্দটি জায়গা দখল করে নেয়।

  5. প্রতীকী হলেও বক্তব্য স্পষ্ট কবি ইলহাম দা। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সদিচ্ছাই যথেষ্ঠ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।