ভালোবাসার স্পর্ধা

তোমার কাছে আমার পাওনা আছে
১৪৬০ দিনের ভালোবাসা।

তোমার মতো
এক মহানুভব
এক বিনয়ী
এক উঁচু শ্রেণীর মহীয়সী নারীকে
আমার মতো সাধারণ
এবং অতিসাধারণ এক মানুষ
কী করে স্পর্ধা পায় ভালোবাসতে?

আমি তোমার নাম বলবো না
তাতে তুমি যদি হাসো
কিংবা বিরক্ত হও
কিন্তু তুমি জানো
কুড়ে কুড়ে
ধুকে ধুকে
তিলে তিলে
নিঃশেষ হওয়ার জন্য
ভালোবাসার যন্ত্রণা
এক ভয়ংকর
এক মারাত্বক অসুখ।

তুমি জানো,
তোমাকে ভালোবাসার অধিকার আমার নেই
আমার এই স্পর্ধাকে আঘাত করো
এই নাও চাবুক
শিকলে বাধো
আঘাত করো তোমার নিজ হাতে
যতক্ষণ না আমি জ্ঞান হারিয়ে ফেলি
আঘাত করো তোমার নিজ হাতে
যতক্ষণ না এই স্পর্ধা অবদমিত হয়
যতক্ষণ না তোমার প্রতি ভালোবাসা স্তিমিত হয়।

বাধো শেকলে
আঘাত করো
যতক্ষণ না জ্ঞান হারিয়ে ফেলি
যতক্ষণ না ভালোবাসা স্তিমিত হয়
অতঃপর বিতাড়িত করো
ঢাকা থেকে
দেশ থেকে
আঘাত করো
আঘাত করো
নিজ হাতে
চাবুক দিয়ে
আর কেউ যেনো এমন ভালোবাসার স্পর্ধা না পায়।

3 thoughts on “ভালোবাসার স্পর্ধা

  1. স্বাতন্ত্রিক চিন্তা ধারা এবং তার শাব্দিক প্রকাশ আপনার কবিতাকে সব সময়ই ঠিক অন্যান্যদের থেকে আলাদা করে চিনে নেয়া যায়। এখানেও তার স্বাক্ষর। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।