ঝিনুক

মুখ খুলোনা ঝিনুক মুখ খুলোনা
বুকের ভেতর বিষের জমাট আরতো সহে না
তবুও সয়ে যাও ঝিনুক তবুও সয়ে যাও
সয়ে সয়েই ধীরে ধীরে বিষকে মুক্তা বানাও।

মুখ খুলোনা ঝিনুক মুখ খুলোনা
অসহ্য যাতনা বিষের জ্বালা আরতো সহে না
তবুও সয়ে যাও ঝিনুক তবুও সয়ে যাও
মুখ বুজে কষ্ট চেপে বিষকে মুক্তা বানাও।

মাত্রাবৃত্তঃ ৫ মাত্রার চাল।

4 thoughts on “ঝিনুক

  1. চমৎকার মানের কবিতা উপহার। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা কবি ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ উপভোগ্য কবিতা। পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।