সহস্র জনমের প্রেম

সমস্ত ব্যস্ততা শেষে গভীর রাত্রিতে স্মার্ট ফোন বাম হাতে
তার হাসি মাখা মুখ বার বার দেখি ফেসবুকে অন্তর্জালে
কিন্তু এখন একটা কবিতা লিখতে হবে এই মধ্য রাতে
সনেট লিখতে হবে ছন্দ ব্যাকরণ মেনে এ নিশুতি কালে
কাগজ কলম নেই; রাফ নেই; লিখে যাচ্ছি টাইমলাইনে
কাগজ আমার স্মার্ট ফোন; কলম ডান হাতের তর্জনীতে
বড়জোর আমি করতে পারবো এডিট তাও অনলাইনে
বাইশ মাত্রার মহাপয়ার হবে কি রচিত এ রজনীতে?

অষ্টক গেলো ষষ্টক এলো আসল কথাইতো হলো না বলা
সহস্র জনম ভালোবেসে একসাথে এখনো হলো না চলা
বার বার পৃথিবীতে ফিরে এসে এসে তোমার প্রেমেই পড়ি
তোমার জন্যই জনমে জনমে কবি হয়ে লেখালিখি করি
তবে আরও সহস্র জনম হয়তো আমাকে আসতে হবে
আসবোই আমি অপুর্ণ প্রেমের সাধ যতদিন রবে ভবে।

সনেট
অক্ষরবৃত্ত
৮ + ১৪ = ২২ মাত্রা
কখকখঃ গঘগঘঃঃ ঙঙচচছছ

1 thought on “সহস্র জনমের প্রেম

  1. আরও সহস্র জনম হয়তো আমাকে আসতে হবে
    আসবোই আমি অপুর্ণ প্রেমের সাধ যতদিন রবে ভবে।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।