একটি মহাকাব্য লিখবো বলে

বিমূর্ত এক ঘোর অন্ধকারে
হেঁটেছি আমি পঁয়ত্রিশ বছর ধরে
একটি হৃদয়ের আশ্রয় পাবো বলে
যে হৃদয় এ হৃদয়ের কথা বলে

যে চোখ এ চোখে দৃষ্টি দিলে
বুঝে নেবে কি ব্যাথা এ অশ্রু জলে
এ জল কেন যে জ্বলে পুড়ে জ্বলে
এ হৃদয় কেন যে অন্তর দহনে জ্বলে

দেখেছিলাম তারে আমি এক কবিতার আসরে
দিয়েছিল উকি অযুত প্রেম আধো-আলো আধাঁরে
ফেলে আসা তিন যুগ অন্ধকারে
অংশু জেগেছে নিমগ্ন মধ্য রাত-দুপুরে

দেখেছিলাম সেই রাতে আমি তারে এ মন প্রাণ ভরে
তাকিয়েছিলাম আমি দু চোখে তার তাই বারে বারে
পঁয়ত্রিশ বছরেও আসেনি যে ভালোবাসা
তার সে চাহনিতে ছিল সেই মায়াবী আশা

তুলেছে সে এ হৃদয়ে এক অদ্ভুত ঝড়ো হাওয়া
যে ঝড়ে গেছে উড়ে সব অবহেলা আর না পাওয়া
পঁয়ত্রিশ বছরের প্রেমহীন ক্ষত জ্বালা যন্ত্রণা
গেছে উড়ে নিরবে নিভৃতের অশ্রু ব্যাথা বোবা-কান্না

জেনেছিল কি সে এ হৃদয়ের কথা
বুঝেছিল কি সে চোখের ভাষা

হয়তো তুলেছে ঝড় তার মনে অন্যজন আরেক জন
জানে কি সে তার তরে কাঁদে এ হৃদয় মন সারাক্ষণ

চাই শুধু একটি বার মুখোমুখি বসবার সাথে তার
তিন যুগের কথা আছে যে জমে তার সাথে বলবার

বসবে কি সে একান্ত নিবিড়ে শুধু আমার পাশে!
নীল সমুদ্র যেখানে মিশে গেছে নীল আকাশে!

একটি বার শুধু মেশাবো আমার অশ্রু জল তার অশ্রু জলে
জলে জল মিলিয়ে জ্বলে পুড়ে জ্বলে জ্বলে
একটি অবিনশ্বর মহাকাব্য লিখবো বলে।

2 thoughts on “একটি মহাকাব্য লিখবো বলে

  1. এ জল কেন যে জ্বলে পুড়ে জ্বলে
    এ হৃদয় কেন যে অন্তর দহনে জ্বলে

    জলে জল মিলিয়ে জ্বলে পুড়ে জ্বলে জ্বলে
    একটি অবিনশ্বর মহাকাব্য লিখবো বলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।