নিশি জাগা বালিকাকে

মরে যাই তার বিষাদমাখা মুখ
প্লাবিত জোছনায় সে হারিয়েছে সুখ
দূরে দাঁড়িয়ে রমণী একাকিনী প্রতীক্ষায়
বেশভূষা, পরিজন আদি সবই দিয়েছে বিদায়
চাঁদনী মুখ তার ভাসে অপার্থিব প্রেমের প্রত্যাশায়
নিশিজাগা পাখিরা বিষণ্ন তার নিশি রাত ছুঁয়ে ছুঁয়ে যায়
আকাশে ভাঙা গড়া চাঁদ মেঘের তোরণে ভেসে ভেসে যায়
টুপটাপ শব্দে ঝরা পাতারা জলের ঢেউয়ে নৌকা যত ভাসায়
হে নারী জেনে রেখো, যদি সে কোনদিনও দিয়ে থাকে কথা তোমায়,
চোখে রেখে চোখ তোমার ব্যথায়, ফিরে আসবেই তোমার চোখের পাতায় ..

11 thoughts on “নিশি জাগা বালিকাকে

  1. ‘হে নারী জেনে রেখো, যদি সে কোনদিনও দিয়ে থাকে কথা তোমায়,
    চোখে রেখে চোখ তোমার ব্যথায়, ফিরে আসবেই তোমার চোখের পাতায় …’

    লিখার স্কেলিং চমৎকার। অজানা অচেনা নিশি জাগা বালিকার লিখা অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হে নারী জেনে রেখো, যদি সে কোনদিনও দিয়ে থাকে কথা তোমায়,
    চোখে রেখে চোখ তোমার ব্যথায়, ফিরে আসবেই তোমার চোখের পাতায় .. মুরব্বী ভাইয়ার সাথে একমত স্কেলিং এর ব্যাপারে।
    শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. হে নারী জেনে রেখো, যদি সে কোনদিনও দিয়ে থাকে কথা তোমায়,
    চোখে রেখে চোখ তোমার ব্যথায়, ফিরে আসবেই তোমার চোখের পাতায় ..

    * অপূর্ব…..

  4. নিশিজাগা পাখিরা বিষণ্ন তার নিশি রাত ছুঁয়ে ছুঁয়ে যায়
    আকাশে ভাঙা গড়া চাঁদ মেঘের তোরণে ভেসে ভেসে যায়
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif
    আমার শ্রদ্ধা গ্রহন করুন
    অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।