আলেয়া

মেলানো যায় নি একটি সরবতা ও একটি নৈঃশব্দকে।
নৈঃশব্দটি ছিল নদীর ধারে তার একলা ঘরে সজ্জিত,
হালকা মেঘে ভেসে যেত তার সলাজ চোখের দৃষ্টি।
হঠাৎই ঈশান কোণে একটা ঝোড়ো বাতাসে
ধুলিস্যাত হয়ে সব ভেঙেচুরে ছড়িয়ে গেল।
অনিশ্চিতের ঢেউয়ে দোলে ময়ূরপঙ্খী নাও।
স্বর্ণ শুভ্র ওড়না আগুনে পুড়ে ভস্মীভূত,
অদূরে ডাহুক পাখিরা ডানা ঝেড়ে নিল।
অন্ধকারে ভেসে যাওয়ার মুহুর্তে
রাতের অন্ধকারে আলেয়া
এক ফুঁয়ে নিভে গেল।

4 thoughts on “আলেয়া

  1. বেশ লম্বা বিরতির পর আপনার লিখা পুনরায় পড়তে পারলাম।
    অভিনন্দন সহ শুভেচ্ছা জানবেন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ এমন ভাবে পাশে থেকে উত্সাহ দেবার জন্য বন্ধু |

  2. ধুলিস্যাত হয়ে সব ভেঙেচুরে ছড়িয়ে গেল।
    অনিশ্চিতের ঢেউয়ে দোলে ময়ূরপঙ্খী নাও।

    পরিচ্ছন্ন লিখা।

    শুভেচ্ছা ও প্রীতি জানবেন প্রিয় কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ কবিতা পড়া ও এত সুন্দর মন্তব্যের জন্য কবি |

মন্তব্য প্রধান বন্ধ আছে।