বিস্তীর্ন পথ

ওগো অপূর্ব প্রেমিক, মুখ তুলে দেখো
এক ক্লান্ত উদাসী দুপুরে বিস্তীর্ণ পথ
পেরিয়ে এসেছি আমি তোমারি দুয়ারে।
তোমার অস্তিত্ব কেবল আমার মনে
গভীর ক্ষতের মত নিয়ত জানান দেয়।

কি বলে বোঝাই কত চাই আমি তোমারে।
সঙ্গে বেলা অবেলার ভালবাসার ভ্রুণ,
যা তোমার স্পর্শে অঙ্কুরিত হযে নতুন
প্রজন্মের ভালবাসার উজান বওয়াবে।
ঘুম ঘুম চোখে পেরিয়ে এসেছি মাইলের
পর মাইল শুধু একা, ভীষণ একা, কেবল
তোমায় পাবার ইচ্ছে আমায় জড়াবে।

নৈঃশব্দের বুক চেরা আলোর জোয়ারে
তোমায় ভাসিয়ে তোমার বুকে কাঁপা কাঁপা
আঙুলে এঁকে দেব ‘ভালোবাসি ভালোবাসি।’
নিঃশ্বাসের প্রগাঢ়তায় ব্যাকুলতা বাড়তে
থাকা মুহুর্তে সমস্ত সৌন্দর্য্যের নিবন্ধনে
যাপিত আবরণ ছেড়ে ক্রমশ: কাছে আসি।

2 thoughts on “বিস্তীর্ন পথ

  1. এমন রোম্যান্টিক ধাঁচের লিখা আমার কাছে অসাধারণ লাগে।
    অভিনন্দন প্রিয় কবিবন্ধু। ভালো থাকবেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনিও ভালো থাকুন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য |

মন্তব্য প্রধান বন্ধ আছে।