সুরে সুরে আর গানে গানে
চেয়ে তোমার চোখের পানে
আলতো ঠোঁটের নীরব ছোঁয়ায়
বলেছি চুপিচুপি ভালোবাসি।
যখন তুমি একলা বসে
চোখটি তোমার আধবোজা
ভাবছো জানি আমায় শুধু
তাই ত’ এত কাছে আসি।
কি যে আছে ঐ চোখের জাদু
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি
কূল পাই না চোখের ঝিলে
ডুবে গিয়েও আবার ভাসি।
পারি না যে তুমি ছাড়া কিছু
বুঝেও কেন তা বোঝো না
ছেড়ে যাবো যেদিন চিরতরে
ছড়িয়ে দিও ফুলের রাশি।
আপনার লিখায় প্রেমের একটা চমৎকার প্রলেপ/ছোঁয়া আছে যা মনের অভিপ্রায় প্রকাশ করেছে। তাই মুগ্ধতা জানিয়ে গেলাম। দোয়া র’লো।
খুব আনন্দ পেলাম আপনার এমন সুন্দর মন্তব্যে |
“আলতো ঠোঁটের নীরব ছোঁয়ায়
বলেছি চুপিচুপি ভালোবাসি।”
(অমৃত পান করে যারা শিশির হতে চায়- তাদের দখলে সেদিন আমিও ভেজা ঘাসের মতো কাঁপছিলাম! রোদ্দুর আসার আগে এমন স্বপ্নরোগ ভালোবাসি খুউব)
দিদির জন্য অনেক শুভেচ্ছা…
ভালবাসা নিও ভাই |
সুরে সুরে আর গানে গানে
চেয়ে তোমার চোখের পানে
আলতো ঠোঁটের নীরব ছোঁয়ায়
বলেছি চুপিচুপি ভালোবাসি।
বেশ হৃদয় ছোঁয়া লিখা প্রিয় কবিবন্ধু।

পুরনো লেখা বন্ধু তিন বছর আগেকার | অনেক ধন্যবাদ |