স্বপ্ন-নীল ও স্বপ্ন-নীল
চোখের মাঝে অতল ঝিল,
ডুবকি দিয়ে ঝিলের মাঝে
রাজার কুমার মুক্ত খোঁজে।
চাঁদের আলো উছলে পড়ে
ঝিলের ‘পরে আলস ভরে,
রাজার কুমার হন্যে হয়ে
মুক্ত খোঁজে দুহাত দিয়ে।
হঠাৎ পেয়ে মুক্ত – ছোঁয়া
রাজকুমারের অবাক হওয়া,
অবাক চোখ তুললো যখন
সামনে দেখে দাঁড়িয়ে জীবন,
বাড়ায়ে হাত সে হাস্যমুখী
খুশির আলোয় ভাসছে আঁখি।
মুক্ত লুকোনো তারই চোখে
কুমার হল অবাক দেখে,
ভালোবাসার মুক্ত ভরা
সেই চোখে সে পড়ল ধরা।
মনের মিলন সুখ আলাপন
স্বপ্নে ভরে দোঁহার জীবন,
ঝুলির মুখ এবার বন্ধ হল
ঠাকুরমা তুমি ঘরে চল।
পদ্যতে শুরু থেকে শেষাবধি দারুণ ছন্দ ধরে রেখেছেন প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ সর্বদা বন্ধু |
স্বাগতম।