চার্লি খুড়ো ও মেমসাহেবা

খুড়োমশায়ের সাথে চার্লির
প্রথম দেখা হয় বাঘের খাঁচায়
আসলে চার্লির পিছনে খুড়োমশাই ছিলেন
যেটা মুভিতে দেখা যায় নি।

এমত খুড়োমশাই রোজ গোঁফে মোম লাগিয়ে
মেমসাহবকে কোলে টেনে নেন।
প্রতিদ্বন্দ্বীদের দিকে তাঁর কড়া নজর
চিতল হরিণীকে ধরতে না পেরে
লক্ষণকে পাঠান কিন্তু মাঝখান থেকে
শুপর্ণখার অঙ্গহানি একদম যা তা !

বিমর্ষ খুড়োমশাই এখন স্বপ্নে দেখেন
মেমসাহেব ও তার লো কাট ফ্রক
দেখতে দেখতে তিনি ছক তৈরী করেন
যেখানে প্রত্যহ মেমসাহেব ও তার
প্রিয় মানুষদের মুণ্ডচ্ছেদ হয়।

কোনো না কোনো খদ্দের রোজই খুঁজে নেন
যেদিন কিছুই পান না মনের দুঃখে
পান চিবোতে চিবোতে বকেন,
কোথায় গেলে প্রিয়া ?

ফের রাতে হাইওয়েতে পথ হারালে না কি ?
হায় হায় কেন যে তার সাথে থাকি না ?
এ অবস্থায় তাকে পথ দেখানোর জন্য
আমি ছাড়া কে বা আছে !

অতঃপর শুকসারির ডানায় আটলান্টিক ক্রস করে যান।

2 thoughts on “চার্লি খুড়ো ও মেমসাহেবা

  1. বাহ্ !! বেশ ইন্টারেস্টিং লিখা তো !!
    অভিনন্দন জানবেন প্রিয় কবিবন্ধু। আদাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. একটু অন্য ধাঁচে লেখা | ধন্যবাদ প্রিয় কবি |

মন্তব্য প্রধান বন্ধ আছে।