শাঁখের করাত ভালবাসা
অসহায়ত্ব রাগ হয়ে বেরিয়ে আসছে
একটু ভেবে দেখো ত’
আশে পাশে কেউ না থাকলে
কারো একা একা ভালো লাগে ?
আমি কি জন্য এখানে আসব ?
কি করব বলে দাও ?
কবিতা পোস্ট করব ?
ব্যাস এইটুকুই ত?
হাজার হাজার কবিতা আছে
রোজ একটা করে কবিতার লাশ ফেলে যাব।
অনেকেই দেখি রোজ আসে না,
আমাকেই বা রোজ আসতে হবে কেন ?
যখন কোনো মানুষের কাছে কিছু প্রত্যাশা করবে
মনে রাখবে তারও কিছু শর্ত থাকতে পারে প্রত্যাশা পূরণের
তাকে এভাবে একা করে তোমরা তার কাছে কি চাও ?
আর ভালবাসার মানুষদের ধরে তিরস্কার কি নতুন?
এত আজন্ম কাল দেখে আসছি
এলেই বা কি? না এলেই বা কি ?
তার থেকে না আসাই ভালো
নোংরামো দেখার জন্য রোজ কে রাস্তায় ঘুরে বেড়ায় ?
একটি পূর্ণাঙ্গ লিখায় লিখার কোন অংশ ভালো লেগে গেলে কোট করলে দোষ নেই।
‘যখন কোনো মানুষের কাছে কিছু প্রত্যাশা করবে
মনে রাখবে তারও কিছু শর্ত থাকতে পারে প্রত্যাশা পূরণের
তাকে এভাবে একা করে তোমরা তার কাছে কি চাও ?’
শাঁখের করাত ভালবাসা। ___ কোন সন্দেহ নাই বন্ধু।
হুমমম বন্ধু যা বলেছ | অনেক ধন্যবাদ |
অসহায়ত্ব রাগ হয়ে বেরিয়ে আসছে
একটু ভেবে দেখো ত’
আশে পাশে কেউ না থাকলে
কারো একা একা ভালো লাগে ?
আমি কি জন্য এখানে আসব ?
শুভেচ্ছা নিবেন কবি। খুব ভাল লাগল
খুব খুশি হলাম শুনে, শুভেচ্ছা নেবেন |
কি করব বলে দাও ?
কবিতা পোস্ট করব ?
ব্যাস এইটুকুই ত?
হাজার হাজার কবিতা আছে
রোজ একটা করে কবিতার লাশ ফেলে যাব।
অনেকেই দেখি রোজ আসে না,
আমাকেই বা রোজ আসতে হবে কেন ?
*এমন অভিমান যে আমাদেরও একা করে দেয় । আর একটিবার এসেই দেখেন না, আমরাতো আছি !
নিশ্চয় তোমরা ত আছো | অনেক ধন্যবাদ |