স্বভাব নয়

হঠাত হঠাত কলম তুলে নিই
হয় আমি তার অন্যতম প্রেমিক
অথবা তার গায়ে পড়া বোন

যখন সব চুপচাপ কিছুদিন
গায়ে চুলকুনি বেড়ে ওঠে
বলি ও পড়শী কথা শোন

খুবলে নিই এন আর আই
নকলেই আভিজাত্য মানি
বিষয়ের মোদের বড় অভাব

খুঁজে পাই না প্রেম ভালবাসা
মনের মাঝে একরাশ বিষ
ভেব না এ মোদের স্বভাব |

5 thoughts on “স্বভাব নয়

  1. আপনার লিখায় কল্পনার চাইতে সরাসরিই বেশী। এই ই ভালো। ভালো লাগে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।