কাছে আসি
সুরে সুরে আর গানে গানে
চেয়ে তোমার চোখের পানে
আলতো ঠোঁটের নীরব ছোঁয়ায়
বলেছি চুপিচুপি ভালোবাসি।
যখন তুমি একলা বসে
চোখটি তোমার আধবোজা
ভাবছো জানি আমায় শুধু
তাই ত’ এত কাছে আসি।
কি যে আছে ঐ চোখের জাদু
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি
কূল পাই না চোখের ঝিলে
ডুবে গিয়েও আবার ভাসি।
পারি না যে তুমি ছাড়া কিছু
বুঝেও কেন তা বোঝো না
ছেড়ে যাবো যেদিন চিরতরে
ছড়িয়ে দিও ফুলের রাশি।
বাহ্ !! বেশ রোম্যান্টিক কবিতা তো !!!
মন ভালো করার মতো কিছু পড়লে মন এমনিতেই ভালো হয়ে যায়।
ধন্যবাদ প্রিয় কবি |
বাহ্, বেশ লাগল দিদি।