জোছনায় আলাপন

জোছনায় আলাপন

চাঁদনী রূপসী রাতে না হয় ঘুমিয়ে যাক্ উজ্জল তারকাগুলি,
শুধু মৃদু জোছনায় হতে থাক কিছু কথা কিছু মধু আলাপন।
হরিদ্রা-কুসুমে রাঙা অষ্টাদশীর বাঁকা চাঁদে রঙিন কথাগুলি,
ফিরে পাক সুমধুর নির্যাস, স্বপ্নে হোক তাই এ নিশি যাপন।।

4 thoughts on “জোছনায় আলাপন

  1. 'ফিরে পাক সুমধুর নির্যাস, স্বপ্নে হোক তাই এ নিশি যাপন।' অসাধারণ কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।