আসল অভিপ্রায়
অনেকটা সময় লেগেছে ওই বোবাকে বুঝতে
আসল কথা চুপ করে থেকে মানুষকে খুঁচোনো
এটাই উদ্দেশ্য, হাজারটা দোষ ঢাকবে কি সে?
তার ওপর আবার জমজমাট সহোদরের নীরব প্রেম
এখন তার ডিজিটাল অক্সিজেন না পেয়ে জীবন মরণ
নিজের অহংকারে নিজেই হয়েছে পতন —-
তাই রোজ তারিখে খুঁচিয়ে মরণ কামড় দিয়ে যায়
ওসব অবৈধ সন্তান, বিবাহের সিগন্যাল ওসব কিছু নয়
লোকদেখানি ফাঁকা মাঠে গোল করাই আসল অভিপ্রায়।
আসল অভিপ্রায় কবিতাটি পড়লাম প্রিয় কবিবন্ধু। যথেষ্ট কনসেন্ট্রেটেড মনে হয়েছে।
ভালো লাগল খুব
ভালো লাগলো প্রিয় কবি, ধন্যবাদ ।