খুনসুটি

নিজের বৌরে রোজ গুন্ডাদের ঘরে ঠেলে দেয়
উহাকে আর উহার গেরোস্থালী কাজের মেয়ে দেখে
এখানে এসে কখানা হাড় নিয়ে মস্তান পিন্টো
মেমসাহেবরে গুঁতোয় আর এক ঝুঁড়ি মিথ্যে নামায়
এতগুলো বছর যখন কেটেই গেলো এভাবে
তখন পাপের ভয় আর কই ?

1 thought on “খুনসুটি

  1. আসলেই এমন পরিণতি অপ্রত্যাশিত হলেও; ঘটে গেলে অবাক হওয়ার কিছু নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।