অভিনবত্ব
শোনো রাজবংশীয় কবি
চোখে তুলসীপাতা রেখে বলছি
তোমার বিচার সর্বশ্রেষ্ঠ একথাই কব।
গলবস্ত্র হয়ে করজোড়ে বলছি
তুমি আর তোমার রাজা মহান।
পায়ে পুষ্পার্ঘ্য রেখে বলছি
মৃত্যুর পর পৃথিবীর সবাই
ওই চরণদুটির তলায় আশ্রয় নেব।
তোমাদের বিচার, রীতিনীতি, শিক্ষা
আমাদের দিয়েছে অভিনব জ্ঞান।
সব মিলিয়ে লিখা সুন্দর হয়েছে প্রিয় কবিবন্ধু। সব সময়ের শুভকামনা আপনার জন্য।
আপনার এতো সুন্দর ভাবনায় আমি মুগ্ধ কবি ।
সংক্ষিপ্তে অনেক সুন্দর বচন। সুন্দর ভাবনা
মিষ্টি কথায় ভরিয়ে রাখো বোন, ভালোবাসা ও ধন্যবাদ জানাই ।
সুন্দর।
ধন্যবাদ ভাই ।