পরমধন্যা


পরমধন্যা

জল দাও আমায় জল দাও—
তৃষ্ণার্ত মনে সন্তর্পণে চোখ
রেখে মিটিয়েছি সাময়িক ক্ষুধা,
জোৎস্না শিবিরে ধংসস্তূপে
পড়ে থাকা অগণিত কথামালা।

বিশ্বাস মেনেছি চরিত্রহীনতায়,
লুকায়িত লোলুপ বাসনার জাল।
দাবী রাখে প্রাণদানে, তুচ্ছ সে
অজুহাত আত্মসমর্থনের প্রচেষ্টা।

স্রষ্টা যিনি তাঁর পদস্পর্শে ধন্য
জীবন তাকে কেবা দাবী রাখে
ভন্ডামির মুখোশে আবৃত মনন !
পরমধন্যা নতজানু হয় আশীর্বাদে
চাঁদের ত্রহ্যস্পর্শের অবসানে।

3 thoughts on “পরমধন্যা

  1. পরমধন্যা জোৎস্না শিবিরে ধংসস্তূপে পড়ে থাকা অগণিত কথামালা পরম যত্নে পড়লাম প্রিয় কবিবন্ধু। আপনার লিখার স্টাইল আমার কাছে দারুণ লাগে। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাহ্ কবি দি ভাই। খুউবি ভাল হয়ে লেখা হয়েছে। মুগ্ধতা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।