আফ্রোদিতি

আফ্রোদিতি

আফ্রোদিতি,
কোন্ পদ্মপাতা থেকে উথিত
এক অপরূপ রূপসী তনু যার
চোখে ভাসে সবুজ মায়াদীঘি,
বাদামী খোলা চুলে একরাশ
মহুয়ার বন্য মাদকতা,
নীল চোখে সাত সমুদ্রের ঢেউ
আনে উথালি পাথালি আকুলতা,
মেহগনি ঠোঁটের মধুতে মাতাল হয়
প্রজাপতিদের সন্ধ্যেগুলো।
নীল টায়রায় কপাল রাঙিয়ে
ঝিকমিক করে লক্ষ দিনারে কেনা
তার মুক্তা-খচিত হাসি।।

4 thoughts on “আফ্রোদিতি

  1. সংক্ষিপ্তে অনেক সুন্দর একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ কবিতা।
    এই অপরূপার কথা পড়লে সাথে সাথে অ্যাডোনিসের কথাও মনে পড়ে যায়।
    প্রেমের দেবীও প্রেমে পড়ে।

    অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।