ভুলে গেছি
ভুলে গেছি সেদিনের সেই সব সুখ দুঃখের কথা –
যেদিন পশ্চিমের আকাশটা লাল আবীর মেখে সেজেছিলো,
কালবৈশাখী সন্ধ্যা আকাশটা কালো চাদরে ঢেকে দিয়েছিলো,
সেঁজুতি ফুলের গন্ধে ক্রমশঃ ডুবে যেতে থাকা উপলব্ধিগুলো
মহাসমুদ্রের প্রবল ঢেউয়ের মতো জেগে উঠেছিলো নতুন করে।
এখন আমার ফুলের তীব্র গন্ধে আমার মাথা ধরে যায়…
পশ্চিমের আগুন রাঙা আকাশটার দিকে তাকাতে ভুলে যাই
কালো আকাশটা যেন মুখোশ পড়া দুঃস্বপ্নের মত তাকিয়ে থাকে
নৈশব্দের পথ ধরে কারা যেন সন্তর্পণে হেঁটে চলে যায় অজানা দেশে
বিবর্ণ স্মৃতির পাতা উল্টে দেখতে থাকি সেই চেনা নামটির মলিন প্রতিচ্ছবি।
"নৈশব্দের পথ ধরে কারা যেন সন্তর্পণে হেঁটে চলে যায় অজানা দেশে
বিবর্ণ স্মৃতির পাতা উল্টে দেখতে থাকি সেই চেনা নামটির মলিন প্রতিচ্ছবি।"
চমৎকার এই কবিতার বাণী। শুভ সকাল প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ বন্ধু । অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ।
আপনার প্রত্যেক লেখা আমার কাছে অনবদ্য মনে হয় দিদি ভাই। আদাব।
অনেক ধন্যবাদ সোনা বোন । ভালোবাসা নিও ।