গল্পকথা
রূপশ্রী তোর দ্বিতীয় ভালোবাসা ছিল
বহুজন এসে তোর থেকে কেড়ে নিতে চেয়েছে
কিন্তু শেষ পর্যন্ত আর পারে নি ।
রূপ সবাই ত ছেড়ে গেছে তুই এখনো রয়েছিস তাই না ?
কিছু ঝর্ণা নদী পাহাড়ের গল্প বল
কিছু আহামরি পুষ্পস্তবকের স্বপ্ন
কিছু রাখালিয়া বাঁশি বা কিছু জোনাকি
মেঠো পথে অথবা শহুরে রাস্তায় ঐ হেঁটে যাওয়া
ছোট ছোট ছেলেমেয়েদের গল্পকথা
অথবা রাতের বেলায় বেলগাছে বসে থাকা সেই ব্রহ্মদত্যি
এমনি কিছু বল যেমন এখন বলিস
দেখ আমিও ত হাঁটি হাঁটি কবিতা লিখি
তুই এমনি থাক যেমন আছিস
এতটুকু বদলাস না !
কবিতায় দারুণ কথোপকথন। নাহ্ কথোপকথন শব্দটি এপ্রোপ্রিয়েট হলো না; আসলে উপস্থাপন সুন্দর হয়েছে … এমনটা বললে বেশী মানাবে। অভিনন্দন কবি।
মনমাতানো অতি পরিশুদ্ধ একটা কবিতা। পড়ে মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় কবিকে অজস্র ধন্যবাদ ।
খুউব সুন্দর হয়েছে দিদি ভাই।
* অপূর্ব উপস্থাপনা…