কথার পুতুল
কতবার তোকে খুন করতে গিয়েও
হাতগুলো সরিয়ে নিই
তোর হিরন্ময় মন, তোর হিরন্ময় কথা
কথাদের আমরা সাজাই নানান ভাবে
তাদের গায়ে রং দিই, আলখাল্লা জড়িয়ে দিই
দেখতে দেখতে কথাগুলো এক একটা পুতুল হয়ে ওঠে
এই ছুঁড়ি তুই এতগুলো প্রেম সামলে কি করে
এত কিছু ভেবে যাস
রহস্যটা বলবি ?
মাকড়সার জাল থেকে কথাগুলো
বায়বীয় আকার হয়ে মিশে যায়।
অসাধারণ এক ক্লাসিক ঘরানার কবিতা পড়লাম প্রিয় কবিবন্ধু।
দারুণ কবিতা প্রিয় কবি বোন। অভিনন্দন।
ভালো লাগলো আপু । শুভেচ্ছা জানবেন।
লেখাটি বেশ হয়েছে কবি দিদি ভাই।