তুমি নেই

তুমি নেই

কিছু বলতে চাই আজ এই
মিষ্টি সোনালী দিনের
ঝিলিমিলি আঁকা আলোয় নীলাভ
আকাশের নীচে।

সবুজ ঘাসে ভরা এই নরম গালিচায়
জানি না কেমন কেটে গেল সারাটা দিন।
তুমি আমি নীরবে পাশাপাশি
টের পাই দুজনে দুজনার কথা
কি সে আশ্চর্য্য অনুভূতি !

সবুজ ঘাসে রোদের আলো
ফিকে হয়, পাশে চেয়ে দেখি
প্রিয়ম তুমি নেই।

5 thoughts on “তুমি নেই

  1. youtu.be/1l_g3hzYzvg

    "তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে
    একই তৃষ্ণা একই ক্লান্তি শুধু তুমি নাই বলে।

    ওগো পোড়ানো এ দুটি হাতে
    আজো জ্বলছে কিছু স্বপ্ন কবে আসবে বলে
    একই তৃষ্ণা একই ক্লান্তি শুধু তুমি নাই বলে।।

    ও হায় এরচেয়ে আমি আগেই ছিলেম ভাল
    তুমি ছিলে না আলো ছিলে না
    ও গো আমার ভুবন কালো ছিল এখনো
    থাকতো কালো তুমি এলে আলো দিলে
    তুমি নাই আলো নাই।।

    তুমি যখন ছিলে এ দুটি নয়ন ভরে
    এই নিরালা পৃথিবীতে
    কত সোনার হাসি ছড়িয়ে দিতেম তোমার মতন করে
    তুমি ছিলে সবই ছিল তুমি না কিছু নাই।।"

  2. যেদিন তুমি থাকবে না, সেদিন আমি বুঝবো–তুমি যে কী ছিলে আমার! আপনার কবিতা পড়ে আমার মনের কথা প্রকাশ করলাম, শ্রদ্ধেয় কবি দিদি।

    ধন্যবাদ অজস্র

  3. চমৎকার কবি বোন। আপনি দেখি খুব আসছেন আজকাল। লেখাও কমে গেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।