সোনামোতি মেয়ে
সোনামোতি সোনার মেয়ে, বল্ দেখি তুই কার ?
কাজল কালো মেঘের না কী, কুসুম আকাশটার ?
সাত রঙা ওই রামধনুর, না দূরের পাহাড়টার ?
রূপসা রুপালী চাঁদের না ওই, সুদূর নীহারিকার ?
তিরতির বওয়া ঝর্নার না কী, জংলি ঝোরাটার ?
পদ্ম ফুলের পাপড়ির না কী, দুষ্টু ভোমরাটার ?
সোনামেয়ে বললো হেসে, মেঘের কাজল পরি,
চাঁদের পাহাড়ে পৌঁছে যাই, খেলতে লুকোচুরি।
রামধনু রঙ গায়ে মেখে, যাই তারাদের বাড়ি,
কুসুম আকাশ পেরিয়ে দিই, নীহারিকায় পাড়ি।
ঝরনার জলে গা ভিজিয়ে, জংলি ঝোরায় খেলি
পদ্মফুলের পরাগ মেখে, ভোমরা-পাখা মেলি।।
প্রশ্ন এবং প্রশ্ন পর্বের উত্তর … লিখাটিকে অসাধারণ মর্যাদা দিয়েছে প্রিয় কবি বন্ধু।
কী মিষ্টি একটি কবিতা প্রিয় কবি দিদি ভাই। মুগ্ধতা —-
'ঝরনার জলে গা ভিজিয়ে, জংলি ঝোরায় খেলি
পদ্মফুলের পরাগ মেখে, ভোমরা-পাখা মেলি।'
দারুণ কবি বোন।
কবিতায় শব্দের খেলা।
পড়তে দারুণ লাগলো কবি।