ইতি রাজকুমার

ইতি রাজকুমার

#
সিন্ডারেলা কাঁদছিল
সৎমা আর সৎবাবা তার সব কেড়ে গায়ে ছাই মাখিয়ে রেখে দিয়েছে

রাজকুমার এলেন, মুখে ললিপপ, চোখে জল
হ্যারি পটার হয়ে গোল্ডেন স্নিচ খেলতে খেলতে।

ছদ্মবেশী রাজকুমার প্রথমে ভাই অপু হয়ে এলেন।
দিদির চোখের জল মুছিয়ে তাকে
কবিদের দেওয়া সব দুঃখ পরমান্নের মত খেয়ে নিলেন।

#
তিনি ছদ্মবেশী ভাই হয়ে আয়নায় সিন্ডারেলার সাথে
দেখা করে কথা বললেন বেশ কয়েকবার।

ভাই হয়ে প্রকাশ্যে বহুবার কবিতায়
কেঁদেকেটে প্রেম নিবেদন করলেন।

সবাই অবাক, এ কি !
কে যেন নেট দেখে বলে গেল,
ওহো, ওটা প্রিন্স চার্মিং।

সিন্ডারেলা ব্যাকুল হয়ে প্রিন্স চার্মিংকে দেখতে চাইল,
কারণ প্রিন্স চার্মিং এতদিন ভাইকে সামনে রেখে
পড়ার আড়াল থেকে দেখেছেন, পর্দানশিন তিনি।

#
প্রিন্সের পোস্টার রাস্তায় শুয়ে গেল।
সিন্ডারেলা বলল, না না ছবি নয়,
আয়নায় কথা বলব, তুমি যে লুকিয়ে লুকিয়ে দেখলে
আমি কি দেখতে পারি না স্বচক্ষে ?

রাজকুমার উত্তরে একটা রোবট দেখালেন, ভিখারি।

5 thoughts on “ইতি রাজকুমার

  1. কল্প রাজ্য থেকে যেন ঘুরে এলাম কবিবন্ধু। চিত্রটি চোখে ভাসছে … :)

  2. ইতি রাজকুমার হলে প্রাপক সিন্ডারেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।