হারানিধি

হারানিধি

শোনো ছেলে, তুমি কি তোমার
হারানিধি খুঁজে পেয়েছ ?
কত শত অসাধু লোকের তল্লাশি নিলে
তাই ভাবি তোমায় বলি,
হারানিধি খুঁজে পেলে ?

কত জনপথ, নদী, নালা পেরিয়ে
তুমি এলে গো ছেলে
কি ভাবে তোমায় আপ্যায়ন করি বল ত ?
চারিদিকে আমার শুধু দারিদ্র্যতা,
কি ভাবে তোমায় আবাহন করি,
কোথায় রাখি, তোমার খাজনা ভরা সম্পদ
শুধু প্রকট হয়ে ওঠে।

6 thoughts on “হারানিধি

  1. বাংলা নতুন বছরের শুভ কামনা প্রিয় কবিবন্ধু। কবিতাটি পড়লাম। :)

  2. কোথায় রাখি, তোমার খাজনা ভরা সম্পদ
    শুধু প্রকট হয়ে ওঠে। ভালো কবিতা প্রিয় কবি। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. চমৎকার কবিতা। মমতা আর ক্ষমতা আমাদের এক কদম এগুতে দিলে দু কদম পিছায়।

    তবু ভালবাসার কমতি নাই এও কম কিসের?

    শুভেচ্ছা…

মন্তব্য প্রধান বন্ধ আছে।