তোমার সুষমায়

ঘুমন্ত নগরীর প্রান্তে একাকিনী গাছ
নদীজলে ঢেউ খেলে যায় চুপিচুপি
সাঁঝের তারারা মিছিল-শ্লোকে ব্যস্ত
বাতাসে মিশে যায় তাদের কথকতা
বুক ফাটা জলে তার করুণ মুখশ্রী
কে যেন বলে গেল, তুমি বাঞ্ছিত
তোমার সুষমায় ভরে উঠেছে চাঁদ
পদ্মপাতায় ঝরে পড়ে শিশিরকণা
তুমি যেও না, পৃথিবী তোমায় চায়
পাথরের গায়ে আঁচড় কেটে দেখো
তারও গা দিয়ে নির্গত তরলধারা
মিশে যায় তোমার চোখের ধারায়।

2 thoughts on “তোমার সুষমায়

  1. কে যেন বলে গেল, তুমি বাঞ্ছিত, তোমার সুষমায় ভরে উঠেছে চাঁদ
    পদ্মপাতায় ঝরে পড়ে শিশিরকণা … তুমি যেও না, পৃথিবী তোমায় চায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।