মরে যাই তার বিষাদমাখা মুখ
প্লাবিত জোছনায় সে হারিয়েছে সুখ
দূরে দাঁড়িয়ে বালিকা একাকিনী প্রতীক্ষায়
বেশ্ভুষা, পরিজন আদি সবই দিয়েছে বিদায়
চাঁদনী মুখ তার ভাসে অপার্থিব প্রেমের প্রত্যাশায়
নিশিজাগা পাখিরা বিষন্ন তার নিশি রাত ছুঁয়ে ছুঁয়ে যায়
আকাশে ভাঙা গড়া চাঁদ মেঘের তোরণে ভেসে ভেসে যায়
টুপটাপ শব্দে ঝরা পাতারা জলের ঢেউয়ে নৌকা যত ভাসায়
বালিকা জেনে রেখো, যদি সে কোনদিনও দিয়ে থাকে কথা তোমায়,
চোখে রেখে চোখ তোমার ব্যথায়, ফিরে আসবেই তোমার চোখের পাতায়।।
6 thoughts on “নিশি জাগা বালিকাকে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বালিকা জেনে রেখো, যদি সে কোনদিনও দিয়ে থাকে কথা তোমায়,
চোখে রেখে চোখ তোমার ব্যথায়, ফিরে আসবেই তোমার চোখের পাতায়।
ধন্যবাদ বন্ধু, হ্যাঁ অবশ্যই ।
অসাধারণ অভিব্যক্তি!.. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
শুভেচ্ছা ও ধন্যবাদ কবি বন্ধু ।
প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
নিশ্চয় প্রেম শাশ্বত যদি থাকে তাতে বিশ্বাস।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আপনার সুন্দর মন্তব্যে মন ভরে গেল । অনেক ধন্যবাদ ও শুভকামনা জানালাম ।