বাবুই পাখিটার বাসা ভেঙে গেছে

19133

তার সন্ততি ও বন্ধু পাখিরা
কখনো সখনো তাকে কুটো দিয়ে যায়
নতুন করে ঘর বাঁধতে

কিছু বন্য পাখি নিজেদের মধ্যে
কলহবশত: এই শান্ত পাখিটির বাসা
তছনছ করে চলে গেছে

সেইসব পাখিদের আর দেখা যায় না
তারা দূর থেকে কখনো সখনো
কিচির মিচির আওয়াজ দিয়ে যায়।

1 thought on “বাবুই পাখিটার বাসা ভেঙে গেছে

  1. সেইসব পাখিদের আর দেখা যায় না
    তারা দূর থেকে কখনো সখনো
    কিচির মিচির আওয়াজ দিয়ে যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।