সাঁওতাল মেয়ে

024x478

মেঠোপথের আল ধরে আঁকাবাঁকা পথ দিয়ে
হেঁটে আসে সেই সাঁওতাল মেয়ে ~
মাথায় তার চুড়ো করা খোঁপা
ঠোঁটে পানের লাল,
কাঁধে ঝোলা রুপার দুল,
নাকে তিলক মাটির ফোঁটা,
দুগালে দুটো আলতার ফোঁটা
পায়ে রুপোর নূপুর
মেঘলা দূপুরে আলুথালু বেশে গান গেয়ে
রিনিঝিনি পায়ে হাঁটে ওই সাঁওতাল মেয়ে~

ত্রস্তনয়ন কাজলে আঁকা
টিকোলো নাকে চকচকে ফোঁটা
আলতায় রাঙা ছোট পা দুটি ফেলে
একরাশ খুশি রেখে গেল ওই সাঁওতাল মেয়ে ~
বাঁশপাতা সরসর করে কেঁপে ওঠে
সর্ষেফুল ঢেউ তুলে মিলিয়ে যায়
একঝাঁক পাখি নীল আকাশের বুক চিরে
এলোমেলো হাওয়ায় দাগ কেটে যায়
সব কিছু ছাড়িয়ে কোমল পা দুটি ফেলে
বনপথে হারালো ওই সাঁওতাল মেয়ে।

1 thought on “সাঁওতাল মেয়ে

  1. একঝাঁক পাখি নীল আকাশের বুক চিরে
    এলোমেলো হাওয়ায় দাগ কেটে যায় … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।