অস্তগামী

index

সকাল থেকে রাত শুধু তোমাকেই দেখি
দেখতে দেখতে হয়রান হই
তোমার উজ্জ্বল মুখ, মায়াভরা চোখ
সবই কি আমার জন্যই ?

বাস্তবতা হারিয়ে হতাশা আঁকড়ে ধরতেই
তোমার দিকে ফিরে তাকাই।
তোমার নীরব চোখদুটো হেসে বলে,
ভয় কি ? আমি ত আছি।

আমি ত তোমায় ভালোবাসি তবে
কেন এত ভেঙে পড়ো ?
দেখতে দেখতে অস্তগামী সূর্য্যের সমস্ত রঙ
তোমার মুখে এসে জড় হয়
আমি স্তব্ধ হয়ে তোমায় দেখতে দেখতে
রঙের সৌন্দর্য্যের মধ্যে হারিয়ে যাই।

1 thought on “অস্তগামী

  1. দেখতে দেখতে অস্তগামী সূর্য্যের সমস্ত রঙ
    তোমার মুখে এসে জড় হয়
    আমি স্তব্ধ হয়ে তোমায় দেখতে দেখতে
    রঙের সৌন্দর্য্যের মধ্যে হারিয়ে যাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।